Sylhet Today 24 PRINT

মেসির নিষেধাজ্ঞা প্রত্যাহার

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মে, ২০১৭

তারকা ফুটবলার লিওনেল মেসি ওপর থেকে চার ম্যাচের নিষেধাজ্ঞা এবং জরিমানা প্রত্যাহার করে নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা-ফিফা।

মেসির পক্ষে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের করা এক আপিল গ্রহণ করে তার ওপর দেয়া নিষেধাজ্ঞা ও জরিমানা তুলে নেয়া হয়।

আপিলের শুনানি হয় ৪ মে। এরপর ফিফার আপিল কমিটির এই সিদ্ধান্ত শুক্রবার ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ম্যাচে ব্রাজিলিয়ান সহকারী রেফারি ডিউসন সিলভার উদ্দেশে মেসি কুৎসিত গালি দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে।

অশোভন আচরণের শাস্তিস্বরূপ অধিনায়ক মেসিকে চার ম্যাচ নিষিদ্ধ এবং একই সঙ্গে ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করে ফিফা ডিসিপ্লিনারি কমিটি।

গত ২৮ মার্চ থেকে কার্যকর হওয়া ওই নিষেধাজ্ঞার ফলে বলিভিয়ার বিপক্ষে খেলতে পারেননি এই তারকা ফুটবলার। বিশ্বকাপ বাছাইপর্বের ওই ম্যাচে ২-০ গোলে হারে মেসিবিহীন আর্জেন্টিনা। তাদের জন্য কঠিন হয়ে যায় ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.