Sylhet Today 24 PRINT

রোনালদোর মানবিকতা: ৭৯ লাখ ডলার দিলেন নেপালকে

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ০৯ মে, ২০১৫

ফুটবল মাঠের ক্রিশ্চিয়ানো রোনালদো আর মাঠের বাইরের রোনালদো যেন আকাশ-পাতাল ব্যবধান। মাঠে যতই ইস্পাত-কঠিন দৃঢ়তা আর দুর্বার তাঁর আক্রমণের মাধ্যমে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙেচুরে দেওয়ার ক্ষমতা রাখেন মাঠের বাইরে ঠিক এক মানবিক মানুষ।

মানবিক এই মানুষটি এবার নেপালের ভূমিকম্প দূর্গদের সাহায্যার্থে এগিয়ে এসেছেন। তারকা। দান করেছেন ৭৯ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৩ কোটি টাকার সমান। খবর সূত্র: মেইল অনলাইন।

গত ২৫ এপ্রিলের প্রলয়ংকরী ভূমিকম্পে নেপালে এখন পর্যন্ত প্রায় সাড়ে সাত হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ ঘর-বাড়ি। সারা পৃথিবী থেকেই ক্ষতিগ্রস্ত নেপালের পাশে এসে দাঁড়াচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। রোনালদোও এগিয়ে এলেন। আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’-এর মাধ্যমে এই অর্থ সহায়তা করছেন বলে জানা গেছে।

জানা যায়, ২০০৪-এর সুনামির পরেও দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছিলেন তিনি। ভক্তদেরও অনুরোধ করেছিলেন সামর্থ্য মতো সহায়তা করতে। সুনামির ঝড়ে আক্রান্ত এক ছোট্ট শিশুর গায়ে তাঁর সাত নম্বর জার্সি পরা ছিল। সেই ভিডিও ছড়িয়ে পড়ার পর রোনালদো এগিয়ে আসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.