Sylhet Today 24 PRINT

ফিফার সম্মেলনে জয়ী বাংলাদেশি মাহফুজা

স্পোর্টস ডেস্ক  |  ০৮ মে, ২০১৭

ফিফার সম্মেলনে অস্ট্রেলিয়ার নাগরিক মোয়া ডডকে হারিয়ে এশিয়া অঞ্চল থেকে সংরক্ষিত নারী আসনে জয় লাভ করেছেন বাংলাদেশি মাহফুজা আক্তার। ডডকে মাহফুজা ২৭-১৭ ভোটে পরাজিত করেছেন।

ডড ২০১৩-১৬ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেছিলেন। আর এই বিজয়ের ফলে মাহফুজা ২০১৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

গত সেপ্টেম্বর থেকেই সম্মেলন হওয়ার কথা থাকলেও সেটি নানা কারণে পিছিয়ে যায়। এদিকে, নির্বাচনের আগে ফিলিস্তিন এবং উত্তর কোরিয়ার নারীরা তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেয়। অতঃপর গত বৃহস্পতিবার বাহরাইনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

৫০ বছর বয়সী মাহফুজা আক্তার এএফসি’র একজন কার্যনির্বাহী সদস্য। মাহফুজার সঙ্গে এশিয়া থেকে আরো তিনজন পুরুষ সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন চীনের ঝাং জিয়ান, ফিলিপাইনের মারিয়ানো ভারানেটা ও দক্ষিণ কোরিয়ার চাং মং-ইয়ু।

এদিকে, আমেরিকান কর্তৃপক্ষকে ঘুষ দেয়ার অভিযোগের ভিত্তিতে এশিয়ার অলিম্পিক প্রধান শেখ আহমেদ আল ফাহাদ আল সাবাহ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। তবে কুয়েতের এই শেখ অভিযোগ অস্বীকার করেছেন।

সূত্র: ইউএসএ টুডে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.