Sylhet Today 24 PRINT

পাকিস্তানকে জিম্বাবুয়ের না!

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১৫ মে, ২০১৫

পাকিস্তান সফরের জন্যে দল ঘোষণা করেও শেষ পর্যন্ত সফর বাতিল করল জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের সফর শুরুর মাত্র তিন দিন আগে নিরাপত্তার কারণ দেখিয়ে তারা তা বাতিল করে।

সফরসূচি অনুযায়ি ৩টি ওয়ানডে ও ২টি টি-২০ খেলার কথা ছিল তাদের। বলা হয়েছিল নিরাপত্তার স্বার্থে সফরের সবগুলো ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পিসিবি'র পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তারও আশ্বাস দেওয়া হয়েছিল। 

জিম্বাবুয়ের ক্রিকেটের গভার্নিং বডির এক বিবৃতিতে জানানো হয়, ‘পাকিস্তান সফর করা আমাদের জন্যে অনেক ঝুঁকিপূর্ণ।’ শ্রীলংকা দলের ক্রিকেটারদের ওপর আক্রমণের পর থেকে বিদেশি কোন দলই পাকিস্তানে যাচ্ছেনা। ফলে ক্রমশ নিম্নমুখি পাকিস্তান ক্রিকেটের মান এবং একই সঙ্গে পিসিবিও ব্যাপকভাবে আর্থিক ক্ষতির সম্মুখিন।

কয়েকদিন আগেই পাকিস্তানে বাসে সন্ত্রাসী হামলা ৪০ জোনের ও বেশি মানুষ নিহত হওয়ার ঘটনা ঘটে। যে কারণেই পাকিস্তান সফর বাতিল করলো জিম্বাবুয়ে। এছাড়াও তালেবান হামলায় দুই দেশের দুই রাষ্ট্রদূতসহ ছয় জন লোক ঘটনাস্থলে নিহত হওয়ার পর পাকিস্তানের নিরাপত্তা প্রতিশ্রুতিতে আস্থা রাখতে পারেনি জিম্বাবুয়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.