Sylhet Today 24 PRINT

আগামী বছর হচ্ছে না টি ২০ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক |  ১৯ জুন, ২০১৭

আইসিসি টি ২০ বিশ্বকাপের সপ্তম আসরের আয়োজন ২০১৮ সালে হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। দু’বছর পিছিয়ে তা নেয়া হচ্ছে ২০২০ সালে। আইসিসি সূত্রে এমন খবর জানা গেছে।

পেছানোর কারণ হিসাবে জানা যায়, আগামী ২ বছর বিশ্বের সেরা ক্রিকেট খেলিয়ে দেশগুলোর অনেকেই ব্যস্ত থাকবে দ্বিপাক্ষিক সিরিজে। তাই পিছিয়ে দেয়া হচ্ছে টি ২০ বিশ্বকাপের সময়।

আইসিসি অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি এখনও। তবে আইসিসির এক সূত্র জানায়, 'এটা সত্যি ২০১৮তে টি ২০ বিশ্বকাপ হচ্ছে না। এখনও কোনো ভেন্যুও নির্ধারিত হয়নি। মূল কারণ আগামী দু’বছরে আইসিসির সদস্য দেশগুলোর মধ্যে অনেক দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে। যদি সব ঠিক থাকে, তাহলে ২০২০ সালে হবে এই টুর্নামেন্ট।'

আসরের ভেন্যু এখনও ঠিক হয়নি। তবে আয়োজক হওয়ার সম্ভাবনা এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়া।

শেষ টি ২০ বিশ্বকাপ হয়েছিল ভারতে ২০১৬ সালে। এর আগে দক্ষিণ আফ্রিকা (২০০৭), ইংল্যান্ড (২০০৯), ওয়েস্ট ইন্ডিজ (২০১০), শ্রীলংকা (২০১২) ও বাংলাদেশে (২০১৪) হয়েছে টি ২০ বিশ্বকাপ।

সুত্র: ওয়েবসাইট

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.