Sylhet Today 24 PRINT

ওয়ানডেতে টাইগারদের নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক  |  ২০ জুন, ২০১৭

সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডকে টপকে প্রথমবারের মত আইসিসির কোন ইভেন্টে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। সেমিফাইনালে ভারতের কাছে হেরে গিয়ে থেমে যায় বাংলাদেশের স্বপ্নযাত্রা। তবে ওই ম্যাচে কোন অতিরিক্ত রান না দিয়ে ওয়ানডে ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ।

বার্মিংহামের এজবাস্টনে অনুষ্ঠিত সেমিফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে তামিম ও মুশফিকের হাফ সেঞ্চুরির উপর ভর করে ২৬৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ানের একমাত্র উইকেট হারিয়ে ৪০.১ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

ম্যাচটিতে বাংলাদেশের আটজন বোলার বোলিং করলেও কেউ কোন অতিরিক্ত রান দেননি। আর এতেই ওয়ানডে ক্রিকেট নতুন রেকর্ড গড়ে বাংলাদেশ।

ওয়ানডেতে এর আগে এ রেকর্ড ছিল শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতের। চলতি বছর স্কটল্যান্ডের বিপক্ষে ২২৯ রানের ইনিংসে কোন অতিরিক্ত রান দেয়নি দলটি।

টেস্ট ক্রিকেটে রেকর্ডটি ভারতের দখলে। ১৯৫৪-৫৫ সালে লাহোরে ভারতের বিপক্ষে পাকিস্তান প্রথম ইনিংসে ৩২৮ রান করে। ওই ইনিংসে কোন অতিরিক্ত রান দেননি ভারতীয় বোলাররা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.