Sylhet Today 24 PRINT

বন্ধ হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি!

স্পোর্টস ডেস্ক |  ২০ জুন, ২০১৭

ইংল্যান্ড-ওয়েলসে সদ্য শেষ হওয়া প্রতিযোগিতাই হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ আসর। তেমনই ইঙ্গিত করেছেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন।

চ্যাম্পিয়ন্স ট্রফির পরিবর্তে দুই বছর পর পর টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে আইসিসি। সোমবার এমই তথ্য জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন।

আইসিসি সূচি অনুযায়ী ভারতে ২০২১ সালে বসার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির আগামী আসর। তবে রিচার্ডসন বলেছেন, সেটা নিশ্চিত নয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে সেরা ৮ দল। ওয়ানডের সবচেয়ে বড় টুর্নামেন্ট বিশ্বকাপে পরের আসর থেকে খেলবে সেরা ১০ দল। দুই টুর্নামেন্টের মধ্যে অনেক বেশি মিল থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপারে পুনঃর্বিবেচনা করছে আইসিসি। রিচার্ডসনের আশা, ভবিষ্যতে টি-টোয়েন্টি টুর্নামেন্টে ২০ দল অংশ নেবে। এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলে ১৬টি দল।

এসব কারণে রিচার্ডসন লন্ডনে আইসিসির বার্ষিক সভা শুরুর ঠিক আগ মুহূর্তে বলেছেন, 'আমরা আমাদের বৈশ্বিক টুর্নামেন্টগুলোকে ভিন্ন ভিন্ন আকারে উপস্থাপন করতে চাই। যেন সেগুলোর স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে এবং যখনই আয়োজন করা হয় তখনই জনপ্রিয়তা লাভ করে।'

দুই বছর পর পর টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজনের আইসিসির ইচ্ছা নিয়ে রিচার্ডসন জানিয়েছেন, 'কথা হচ্ছে, টি-টুয়েন্টি ক্রিকেট এখন প্রচুর দর্শক আকর্ষণ করে। আর টেলিভিশন কোম্পানিগুলোর জন্যেও তা প্রচুর লাভজনক। তবে আমরা যে কারণে টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে চাচ্ছি তার মূল কারণ হলো, সেখানে অনেক বেশি দলকে খেলার সুযোগ দিতে পারবো আমরা।

সূত্র:এএফপি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.