Sylhet Today 24 PRINT

জার্মানি-চিলির পয়েন্ট ভাগাভাগি, তালিকার শীর্ষে চিলি

স্পোর্টস ডেস্ক |  ২৩ জুন, ২০১৭

ফিফা কনফেডারেশনস কাপে 'বি' গ্রুপের ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে রুখে দিয়েছে চিলি। বৃহস্পতিবার রাতে রাশিয়ার কাজানে দুই ফেভারিটের লড়াইটি শেষ হয়েছে ১-১ গোলে। ২ ম্যাচ শেষে জার্মানি ও চিলির অর্জন সমান ৪ পয়েন্ট করে। তবে গোল পার্থক্যে পয়েন্ট তালিকার শীর্ষে আছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি।

এর ফলে লড়াই আরও জমজমাট হয়ে উঠেছে। অর্থাৎ, সেমিতে উঠার ক্ষেত্রে গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে হারলে দুই দলের জন্য তা বিপদের কারণ হতে পারে।

ইতোমধ্যে প্রত্যেকটি দল দুইটি করে ম্যাচ খেলেছে। সমান চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। এক পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। এক পয়েন্ট নিয়ে সবার শেষে রয়েছে ক্যামেরুন।

গতকাল রাশিয়ার কাজানে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরুতেই এগিয়ে যায় চিলি। ম্যাচের বয়স যখন মাত্র ছয় মিনিট তখন চিলিকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন আলেক্সিস সানচেজ। এরপর ম্যাচের ৪১ মিনিটে সমতায় ফেরে জার্মানি। গোলটি করেন লার্স স্টিন্ডল। ম্যাচের বাকি সময়ে কোনও গোল না হওয়ায় ম্যাচটি ১-১ গোলে ড্রয়ের মাধ্যমে শেষ হয়।

রাশিয়া এখন আটটি দলের অংশগ্রহণে চলছে ফিফা কনফেডারেশন কাপ। টুর্নামেন্টে গ্রুপ ‘এ’-তে প্রতিদ্বন্দ্বিতা করছে মেক্সিকো, পর্তুগাল, রাশিয়া ও নিউজিল্যান্ড। গ্রুপ ‘বি’-তে খেলছে চিলি, জার্মানি, অস্ট্রেলিয়া, ক্যামেরুন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.