Sylhet Today 24 PRINT

এবার শান্তর ব্যাটে জিতল এইচপি

স্পোর্টস ডেস্ক |  ০৬ জুলাই, ২০১৭

প্রথম ম্যাচে ১৯০ রান তাড়া করে জিততেও জান বের হবার অবস্থা। একদিন পরই দৃশ্যপট বদল। অস্ট্রেলিয়ায় গিয়ে দ্বিতীয় ম্যাচে অনায়াসে জিতেছে বিসিবি হাই পারফরম্যান্স স্কোয়াড। ৭০ রানে জয়ে সেঞ্চুরি পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। পেইসাররা সেরেছেন বাকি কাজ।

প্রতিপক্ষ নামে ভারে বড় নয়। নর্দান টেরিটরি (এনটি) আমন্ত্রিত একাদশে নেই অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় কোন ক্রিকেটার। তবে ভ্রমণ ক্লান্তি আর অচেনা কন্ডিশনের অস্বস্তি তো ছিলই। সেটা কাটিয়ে সেরা খেলার ইঙ্গিত এইচপি দলের।

বৃহস্পতিবার ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ৩১৩ রান তোলে বিসিবি এইচপি। জবাবে এনটি আমন্ত্রিত একাদশ ২৪৩ রানের বেশি আগাতে পারেনি। ওদের জ্যাকব ডিকম্যানও পেয়েছেন সেঞ্চুরি তবে সেটা কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।

মূলত প্রস্তুতিমূলক সিরিজ হওয়ায় অধিনায়ক হয়েও এ ম্যাচে খেলেননি লিটন দাস। তার জায়গায় সুযোগ পেয়ে তিন রানের বেশি করতে পারেননি মেহেদি মারুফ। তবে আরেক ওপেনার এনামুল হক বিজয় দেখিয়েছেন দৃঢ়তা। ৫৮ রান করে জানিয়ে রেখেছেন ফেরার লড়াই। মারুফের মতো সুযোগ নষ্ট করেননি ইরফান শুক্কুর। মিডল অর্ডারে ভরসা যোগানো ৬০ রান এসেছে তার ব্যাট থেকে। অভিজ্ঞ ইমতিয়াজ হোসেন তান্না করেন ৩৩ রান। ওয়ান ডাউনে নামা শান্তর ব্যাটেই মূলত এগিয়েছে সফরকারীদের ইনিংস। ১০২ বল খেলে ৮ চারে ১০১ রান করে আউট হন বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান।

বিসিবি এইচপির সাইফ উদ্দিন চার উইকেট নেন ৩৬ রানে। ৫১ রানে তিন উইকেট নেন আবুল হাসান রাজু। আর ৩৫ রানে দুই উইকেট তুলেন এবাদত হোসেন।

শুক্রবার একই প্রতিপক্ষের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররা। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.