Sylhet Today 24 PRINT

ব্রাজিলের অনূর্ধ্ব-১৮ দলে রোনালদোর ছেলে

স্পোর্টস ডেস্ক |  ০৮ জুলাই, ২০১৭

কিংবদন্তি ফুটবলার রোনালদোর ছেলে এবার ব্রাজিলের বয়সভিত্তিক জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। বিখ্যাত বাবা-মার এ সন্তান জায়গা পেয়েছেন ব্রাজিলের অনূর্ধ্ব-১৮ দলে।

ব্রাজিলের জাতীয় দল, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও এসি মিলানের হয়ে মাঠ কাঁপানো রোনালদোর ছেলের নাম রোনাল্ড নাজারিও দ্য লিমা।

ম্যাকবিয়া গেমসের জন্য ব্রাজিল অনূর্ধ্ব-১৮ দলে ডাক পেয়েছেন রোনাল্ড। ম্যাকবিয়া গেমস হচ্ছে, অলিম্পিক ও বিশ্বকাপ ফুটবলের পর বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টিং ইভেন্ট। ৮৫টি দেশ থেকে ১ হাজার অ্যাথলেট নিয়ে আয়োজন করা হয় এই প্রতিযোগিতা।

রোনাল্ডের জন্ম ১৯৯৯ সালে। তার বাবা-মা দুজনই জাতীয় দলের ফুটবলার ছিলেন।

রোনাল্ডের মা মিলান; ব্রাজিল নারী দলের হয়ে খেলেছেন। রোনাল্ড নিজেকে ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করার অনুপ্রেরণা তার বাবা-মায়ের কাছ থেকেই পেয়েছেন। এটা বলার অপেক্ষা রাখে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.