Sylhet Today 24 PRINT

ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্ত প্রোটিয়া বোলার সোতসবে ৮ বছর নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক |  ১২ জুলাই, ২০১৭

ম্যাচ ফিক্সিংয়ে দোষী সাব্যস্ত হলেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার লোনওয়াবো সোতসবে। ৮ বছরের জন্য তাকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

২০১৫ সালে দক্ষিণ আফ্রিকায় টি টোয়েন্টি চ্যালেঞ্জ সিরিজে ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন সোতসবে।  দক্ষিণ আফ্রিকান বোর্ডের দুর্নীতি দমন শাখা ঘটনার তদন্ত করছিল। যেখানে দোষী সাব্যস্ত হন সোতসবে।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার ঘটনা সোতসবে বরাবরই অস্বীকার করে এসেছে। কিন্তু আমাদের হাতে যথেষ্ট তথ্যপ্রমাণ আছে। যার ভিত্তিতে সোতসবেকে আট বছরের জন্য নির্বাসিত করা হল।’

সোতসবের বক্তব্য,‘বড় শাস্তি দেওয়া হল আমায়। এমন কোনও অপরাধ আমি করিনি।’‌ চলতি বছরের ২৪ এপ্রিল থেকে নির্বাসনের মেয়াদ শুরু হয়ে গেছে সোতসবের।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড জানিয়েছে তদন্তে কখনোই সহযোগিতা করেননি সোতসবে। কিছুদিন আগেই একই অপরাধে দক্ষিণ আফ্রিকার আরেক ব্যাটসম্যান গুলাম বোডিকে ২০ বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত করেছিল প্রোটিয়া বোর্ড।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.