Sylhet Today 24 PRINT

তামিমের অভিযোগ পেলে বিসিবি হুলুস্থুল বাধাবে : পাপন

স্পোর্টস ডেস্ক |  ১৫ জুলাই, ২০১৭

এসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টি ব্ল্যাস্টে খেলতে গিয়ে মাত্র একম্যাচ খেলেই দেশে ফিরে এসেছেন তামিম ইকবাল। অথচ ইংল্যান্ডের কাউন্টি দল এসেক্সের সঙ্গে তামিমের চুক্তি ছিল আট ম্যাচের। বাংলাদেশের ড্যাশিং ওপেনারকে পেয়ে বেশ উচ্ছ্বসিতও ছিল এসেক্স কর্তৃপক্ষ। কিন্তু ইস্ট লন্ডনের স্ট্রাটফোর্ডে সোমবার নাকি হেইট-ক্রাইমের শিকার হয়েছেন তামিমের পরিবার। এমনটাই খরব দেশি-বিদেশি নামি সব পত্র-পত্রিকায়। যে কারণে দ্রুত দেশে ফিরে আসেন তামিম।

অবশ্য এই ঘটনা শুরু থেকেই অস্বীকার করে আসছেন তামিম। বলেছেন, একান্তই ব্যক্তিগত কারণে ফিরে এসেছেন তিনি।

তামিমের উপর এই ঘটনা নিয়ে শুক্রবার মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যিনি বলছেন, তামিম যেহেতু ঘটনাটা ব্যক্তিগত ব্যপার হিসেবে উল্লেখ করছে তাই আমাদের তার প্রতি সম্মান দেখানো উচিত। তবে তামিম অভিযোগ করলে বিষয়টি নিয়ে বিসিবি ‘হুলুস্থুল’ বাঁধাবে বলেও জানিয়েছেন দিয়েছেন বিসিবি বস।

শুক্রবার নিজের বাসভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন পাপন। কথা বলেন নানা বিষয়েই। তবে প্রথমেই উঠে আসে তামিম প্রসঙ্গ। এ সময় পাপন বলেন, ‘এটা খুবই স্পর্শকাতর একটা বিষয়। এ ধরনের কিছু ঘটে থাকে তাহলে এটা রিপোর্ট করা, অফিসিয়াসি থানায় গিয়ে মামলা করা খুব গুরুত্বপূর্ণ। তামিমের দিকটা যদি দেখেন, আসলে যে জিনিসটা হয়েছে, যেটা আমার ধারনা, হয়তো কোন একটা ঘটনা ঘটেছে যেটা অত সিরিয়াস না। যতোটা আমরা ভাবছি বা পত্র-পত্রিকায় এসছে। সেজন্য হয়তো তামিম মনে করেছে পুলিশে রিপোর্ট করার দরকার নেই।’

তবে নাজমুল হাসান পাপন নিজেও যে মনে করেন কিছু একটা নিশ্চয়ই ঘটেছে তা বোঝা যায় তার এই কথায়, ‘আমাদের জন্য কঠিন  ব্যপারটা হচ্ছে এই কারণে তামিম এমন একজন খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলের। ব্যাটসম্যান হিসেবে দেশের সেরা যদি বলি তাহলে কেউ অস্বীকার করবে না। দেশের জন্য তার যে কন্ট্রিবিউশন- সে অত্যন্ত ভদ্র একজন ছেলে। কথা কম বলে। সাধারণত কখন আমরা বলি ব্যক্তিগত কারণ। ধরেন আমরা যখন ঘটনাটা বলতে চাই না। প্রকাশ পাক চাই না। তখন কিন্তু আমরা বলে থাকি ব্যক্তিগত কারণে। পদত্যাগও করলে বলে থাকি ব্যক্তিগত কারণে। কিন্তু সবাই জানি ব্যক্তিগত কোন কারণ না। নিশ্চয়ই অন্য কোন কারণ আছে। সেই দিক দিয়ে চিন্তা করে আমি যে জিনিসটা মনে করি তামিমের মতো একজন খেলোয়াড়, ও যখন এটাকে ব্যক্তিগত বলে এখানেই শেষ করতে চাচ্ছে...। এটা নিয়ে আর বাড়াবাড়ি বা জানাজনি হোক সে চায় না। এই অনুরোধ যেহেতু সে করেছে তাই বোঝাই যাচ্ছে সে এটা নিয়ে কথা বলতে চাচ্ছে না। আমার মনে হয় তামিমের মতো একজন খেলোয়াড়কে এটুকু সম্মান দেখানো উচিত।’

তবে নাজমুল হাসান পাপন তার পরের কথাতেই হুঁশিয়ারি দিলেন, ‘তামিম যদি কখনো এ ব্যাপারে অভিযোগ করে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নিয়ে হুলুস্থুল বাধাবে, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.