Sylhet Today 24 PRINT

এবার রংপুরের হাল ধরলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক |  ২৪ জুলাই, ২০১৭

সব ঠিক হয়েই ছিলো। রোববার কেবল সম্পন্ন হলো আনুষ্ঠানিকতা। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছেড়ে রংপুরে যোগ দেয়া মাশরাফি মুর্তজাকে নিয়ে গণমাধ্যমের সামনে এল রংপুরের ফ্র্যাঞ্চাইজি। দুপক্ষই শোনালেন আশাবাদ, নতুন স্বপ্ন।

বাংলাদেশের ইতিহাসের সেরা অধিনায়ক মাশরাফি বিপিএলেও সেরা। ঢাকাকে দুবার, কুমিল্লাকে একবার। প্রথম তিন আসরেই শিরোপা উঠেছে তার হাতে। কেবল জিততে পারেননি গেলবার। আবার নতুন দল, লাগাম চিত্রা পাড়ের ছেলের হাতেই। কি বলছেন মাশরাফি নিজে,   ‘টুর্নামেন্ট শুরুর আগে বলা মুশকিল  দল কেমন সাফল্য পাবে। অবশ্যই সাধ্যমতো চেষ্টা করব দলের হয়ে ভালো কিছু করার। আশা করছি, শুরু থেকেই আমাদের দল ভালো খেলতে পারবে। সেভাবেই আমাদের পরিকল্পনা থাকবে।’

 বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অন্যতম ফ্র্যাঞ্চাইজ রংপুর রাইডার্সের কর্মকর্তারা অবশ্য রাখঢাক রাখলেন না।
জানালেন তাদের উচ্ছ্বাসা।  দলের ম্যানেজার আনোয়াল ইকবাল বাংলাদেশ অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ।

‘একেবারেই কাছ থেকে দেখার অভিজ্ঞতায় বলতে পারি, মাশরাফি শুধু একজন ভালো অধিনায়কই নন—একজন ভালো মানুষও বটে। তিনি মাঠে যেভাবে দলের জন্য প্রাণপণ লড়াই করেন, তা সত্যিই অসাধারণ। আর মাঠের বাইরে প্রমাণ করেছেন, তিনি কতটা ভালো মানুষ।’

রাজধানীর বসুন্ধরায় ইস্ট ওয়েস্ট মিডিয়া কনফারেন্স রুমে দুই পক্ষের মধ্যে চুক্তি সই হয়।  বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং রংপুরের ফ্র্যাঞ্চাইজ সোহানা স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর সাফওয়ান সোবহান তানভীর দলকে সাফল্যের শিখরে দেখতে চান। তিনি বলেছেন, ‘আমাদের আশা, দল সেরা সাফল্য পাবে। দায়িত্ব এখন খেলোয়াড়-কর্মকর্তাদের। আশা করছি, তাঁরা ভালো কিছু করবেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.