Sylhet Today 24 PRINT

সমস্যার সমাধান না হলে আদালতে যাবে ক্রিকেট অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক |  ২৭ জুলাই, ২০১৭

আর্থিক বিষয় নিয়ে ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার দ্বন্দ্ব মিটে যাওয়ার কোনো লক্ষণ নেই। সম্প্রতি স্মিথ-ওয়ার্নাররা জানিয়ে দিয়েছেন, দ্বন্দ্ব না মিটলে তাঁরা বাংলাদেশ সফর বয়কট করবেন।

আর ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানালেন, আগামী সপ্তাহের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে তাঁরা আদালতের শরণাপন্ন হবেন। সংকটের বিষয়টি মিটিয়ে নিতেই সালিস আদালতে যেতে চাইছে সিএ।

আজ মেলবোর্নে সাংবাদিকদের সাদারল্যান্ড বলেছেন, ‘আমরা এখন যে পরিস্থিতিতে আছি, সেটা গুরুত্বের সঙ্গে দেখা উচিত, ক্রিকেট এখন মাঠে গড়ানো উচিত। খেলোয়াড়দের কাজে ফেরানো উচিত, চুক্তিতে নিয়ে আসা উচিত, শুধু সামনের সফরগুলো নয়, এই মৌসুমে যে রোমাঞ্চকর ক্রিকেট অপেক্ষা করছে, তার দিকে তাকানো উচিত।’

অস্ট্রেলীয় ক্রিকেটারদের সংগঠন এসিএর সমালোচনাও ঝরেছে সিএর প্রধান নির্বাহীর কণ্ঠে, ‘আমরা মনে করি, এসিএ যে প্রস্তাব দিয়েছে, সেটি কেবল বাংলাদেশ সফরকেই ক্ষতিগ্রস্ত করবে না, ক্ষতিগ্রস্ত করবে ভারতের ওয়ানডে সিরিজের সফর, এমনকি অ্যাশেজ সিরিজকেও।’

ক্রিকেট ও ক্রিকেটারদের স্বার্থেই আর্থিক বিষয়গুলো দ্রুত সমাধানের তাগিদ সাদারল্যান্ডের কণ্ঠে, ‘আমরা চাই খেলোয়াড়দের চুক্তি থাকুক। তারা বোর্ডের বেতনভুক্ত থাকুক, খেলায় মনোযোগ দিক। কেবল সামনের সফরগুলোতে নয়, আসছে মৌসুমকেও রোমাঞ্চকর করার দিকে মনোযোগ দিক তারা।’

সাদারল্যান্ড আশাবাদী, ‘আমরা চাই দুই পক্ষই একসঙ্গে বসে দ্রুত সমাধান করে ফেলুক। আশা করছি, আগামী সপ্তাহের মধ্যে একটা সমাধান হবে।’

সমস্যার সমাধান না হলে মধ্যস্থতাকারী হিসেবে আদালতের পরামর্শ নেওয়াটা জরুরি হয়ে পড়বে বলে মন্তব্য সাদারল্যান্ডের।

৩০ জুন ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার আগের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। নতুন চুক্তির শর্তাবলি নিয়ে বোর্ড-ক্রিকেটার দ্বন্দ্বের কারণে এক মাস ধরে একধরনরে অচলাবস্থা চলে আসছে। এ কারণে কার্যত বেকার হয়ে পড়েছেন ডেভিড ওয়ার্নার-স্টিভ স্মিথসহ ২৩০ জন শীর্ষ অস্ট্রেলীয় ক্রিকেটার। এই এক মাস ধরে সমস্যাটার সমাধানে দফায় দফায় বৈঠক করেও সমঝোতায় পৌঁছাতে পারেনি ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলীয় ক্রিকেটারদের সংগঠন।
সূত্র: এএফপি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.