Sylhet Today 24 PRINT

সিপিএলে নাইট রাইডার্সের টানা দ্বিতীয় জয়, আজও জায়গা হয়নি মিরাজের

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ০৮ আগস্ট, ২০১৭

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। মঙ্গলবার (৮ আগস্ট) তারা ৪ উইকেটে হারিয়েছে সেন্ট লুসিয়া স্টারসকে। তবে দল জিতলেও এবারও মাঠের নামার সুযোগ হয়নি মেহেদী হাসান মিরাজের।

বাংলাদেশ স্থানীয় সময় সকালে পোর্ট অব স্পেনে টস জিতেছিলেন ত্রিনবাগোর অধিনায়ক ডোয়াইন ব্রাভো। পিচের ভাষা পড়ে নিয়ে ড্যারেন সামিদের ব্যাটিংয়ে পাঠান ব্রাভো। শুরু থেকেই ধুঁকতে থাকা সেন্ট লুসিয়া ২০ ওভার শেষে জড়ো করতে পারে মাত্র ১১৮ রান। ওই রান ৬ উইকেট হারিয়ে টপকে যায় মিরাজের দল।

ত্রিনবাগোর পক্ষে সবচেয়ে উজ্জ্বল ছিলেন বিপিএলের নিয়মিত মুখ কেভন কুপার। এই মিডিয়াম পেসার ২১ রানে নেন ৩ উইকেট। কাপ্তান ব্রাভো ৩৩ রানে পান দুটি। পাকিস্তানি লেগ স্পিনার শাদাম খান ৪ ওভার বল করে মাত্র ১৬ রান দিয়ে পান ১ উইকেট। সেন্ট লুসিয়ার পক্ষে দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন কেবল আন্দ্রে ফ্লেচার আর ড্যারেন সামি। ফ্লেচার ৪৫ বলে করেন ৪০। সামির ব্যাট থেকে আসে ১৯ বলে ২৫ রানের ইনিংস।

মামুলি টার্গেট দাঁড়ায় শুরুতে অবশ্য বিপাকে পড়েছিল ত্রিনবাগো। আগের ম্যাচে ঝড় তোলা ব্রান্ডন ম্যাককালাম আর কলিন মনরো এদিন রান পাননি। সুবিধা করতে পারেনি তাদের মিডল অর্ডারও। ৫২ রানে ৫ উইকেট খুইয়ে হারতে বসেছিলো লারার দেশের ছেলেরা। তবে বল হাতে কাজ সারার পর ব্যাটেও দায়িত্ব নিয়েছেন পাকিস্তানি রিক্রুট শাদাব। সঙ্গী পেয়েছিলেন জেবন সিয়ারলেসকে। দুজনে মিলে পার করেন ফাঁড়া। ২৬ বল হাতে রেখেই জিতে যায় ত্রিনবাগো। ম্যাচ সেরা শাদাব অপরাজিত ছিলেন ৩৩ রানে, সিয়ারলেসের সংগ্রহ ২৭।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.