Sylhet Today 24 PRINT

টেস্ট অলরাউন্ডারদের শীর্ষে জাদেজা

স্পোর্টস ডেস্ক |  ০৮ আগস্ট, ২০১৭

শ্রীলংকার বিপক্ষে কলম্বো টেস্টে অসাধারণ নৈপূণ্য দেখিয়ে অলরাউন্ডারদের শীর্ষস্থানে উঠে এসেছেন ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। বল হাতে ৭ উইকেট আর অপরাজিত ৭০ জাদেজাকে নিয়ে গেছে এ চূড়ায়।

জাদেজার এ উন্নতির কারণে দ্বিতীয় স্থানে চলে গেছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

মঙ্গলবার প্রকাশিত র‌্যাংকিংয়ে দেখা গেছে বোলারদের র‌্যাংকিংয়ে জাদেজার বর্তমান রেটিং পয়েন্ট ক্যারিয়ার সর্বোচ্চ ৪৩৮। সাকিবের রেটিং পয়েন্ট ৪৩১। আর ৪১৮ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছেন আরেক ভারতীয় রবিচন্দ্রন অশ্বিন।

তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে বেশ চমক দেখিয়েছেন মইন আলি। আর এ কারণে ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে তিনটিতেই নিজের আগের সেরাকে ছাড়িয়ে গেছেন মইন।

ওল্ড ট্রাফোর্ড টেস্টে ১৪ ও অপরাজিত ৭৫ রান করে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছেন তিনি। আছেন নিজের সেরা ২১ নম্বরে। বল হাতে সাত উইকেট নিয়ে ধরে রেখেছেন ১৮তম অবস্থান। পেয়েছেন নিজের সেরা রেটিং পয়েন্ট, ৬২৫। আর অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে আগের মতোই আছেন চারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.