Sylhet Today 24 PRINT

রিয়াল মাদ্রিদের বড় জয়

স্পোর্টস ডেস্ক |  ২১ আগস্ট, ২০১৭

লা লিগার শিরোপা ধরে রাখার পথে দারুণ শুরু পেয়েছে রিয়াল মাদ্রিদ। গ্যারেথ বেল-ইসকো-টনি ক্রুসদের নৈপুণ্যে দেপোর্তিভো লা করুনাকে সহজেই হারিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা।

রোববার রাতে দেপোর্তিভোকে ৩-০ গোলে হারিয়েছে রোনালদোবিহীন জিনেদিন জিদানের দল। বৃহস্পতিবার বার্সেলোনায় সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি সম্মান দেখিয়ে এক মিনিট নীরবতা পালন করে শুরু হয় খেলা।

মৌসুমের শুরুতেই দুটি শিরোপা জয়ী দলটিকে দেপোর্তিভোর মাঠে প্রথম ১৫ মিনিটে ঠিক স্বরূপে দেখা যায়নি। উল্টো তাদের উপর কিছুটা চাপ বাড়ানো স্বাগতিকরা দুটি সুযোগও পেয়েছিল; তবে তাদের দুটি প্রচেষ্টাই দারুণ নৈপুণ্যে ঠেকিয়ে দেন কেইলর নাভাস।

গুছিয়ে উঠতে দেরি হয়নি রিয়ালের। দেপোর্তিভোর গোলরক্ষকের ভুলে ২০তম মিনিটে এগিয়ে যায় তারা। লুকা মদ্রিচের দূরপাল্লার শট সোজাসুজি হওয়ার পরও হাতে জমাতে পারেননি স্পেনের রুবেন। ফিরতি বলে ঠিকমতো শট নিতে পারেননি করিম বেনজেমা। ছুটে এসে ফাঁকা জালে বল ঠেলে দেন গ্যারেথ বেল।

এই নিয়ে টানা ৬৯টি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করলো রিয়াল। সবশেষ গত বছর এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করতে ব্যর্থ হয়েছিল ইউরোপের সফলতম ক্লাবটি।

২৭ তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করা গোলটি দারুণ গোছানো আক্রমণের ফল। নিজেদের মধ্যে কয়েকবার বল দেওয়া নেওয়ার পর ডান দিক থেকে বাঁয়ে ক্রস দেন ইসকো। বুক দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে কিছুটা এগিয়ে গোলমুখে পাস দেন মার্সেলো আর বিনা বাধায় ফাঁকা জালে লক্ষ্যভেদ করেন কাসেমিরো।

৬২তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করে ফেলেন টনি ক্রুস। ওয়েলসের ফরোয়ার্ড বেলের কাটব্যাক পেয়ে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন জার্মান এই মিডফিল্ডার।

দুই মিনিট পর ব্যবধান কমতে পারতো; কিন্তু ব্রাজিলিয়ান মিডফিল্ডার গিলহেরমের শট লাগে পোস্টে। ৮৯তম মিনিটে পেনাল্টি পেয়েও জালের দেখা পায়নি স্বাগতিকরা। রোমানিয়ার ফরোয়ার্ড ফ্লোরিন আন্দোনের স্পটকিক ডানে ঝাঁপিয়ে ঠেকান নাভাস। যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সের্হিও রামোস, খেলতে পারবেন না পরের ম্যাচে।

এর আগে রিয়াল বেটিসকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে শুভসূচনা করে বার্সেলোনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.