Sylhet Today 24 PRINT

অস্ট্রেলিয়ার টিম বাসে ঢিল, তদন্তে বিসিবির কমিটি

ক্রীড়া প্রতিবেদক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৭

অস্ট্রেলিয়ার টিম বাসে ঢিল ছোঁড়ার ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি করার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবারের ঘটনায় মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিসিবি জানায়, ‘অস্ট্রেলিয়ার টিম বাসের জানালা ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে বিসিবি। ঘটনা তদন্তে এরমধ্যে উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে।’

বিসিবি জনায়, ‘গোয়েন্দা বিভাগ ও নিরাপত্তা কর্মকর্তারা এই ঘটনা খতিয়ে দেখা শুরু করেছেন। সফরকারী অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা ব্যবস্থাও আরও শক্ত করা হয়েছে।’

উল্লেখ্য, সোমবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষ করে হোটেল রেডিসন ব্লুতে ফিরছিল অস্ট্রেলিয়াকে বহনকারী বাস। সন্ধ্যার দিকে চট্টগ্রাম নগরীর ওয়াসা-কাজির দেউড়ি এলাকায় হোটেল রেডিসনের কাছাকাছি পৌঁছালে বাস লক্ষ্য করে কেউ একজন একটি ঢিল ছুঁড়ে মারে। এতে জানালার কাঁচ ভাঙলেও খেলোয়াড়দের কেউ আহত হয় নি।

এ ব্যাপারে অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা প্রধান শন ক্যারল বলেন, 'কাল সন্ধ্যার পর হোটেলে ফেরার পথে বাসের জানালায় আঘাত লাগে, তবে ভেতরের কেউ এতে আহত হয়নি।'

এদিকে এঘটনা অস্ট্রেলিয় মিডিয়াতে প্রচার হলে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে নিজেদের সন্তুষ্টির কথা আবার জানিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.