Sylhet Today 24 PRINT

আইপিএল-এর মিডিয়া স্বত্ব এবার স্টার ইন্ডিয়ার

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৭

আগামী মৌসুম থেকে কারা পেতে যাচ্ছে আইপিএলের মিডিয়া স্বত্ব তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই চলছিলো নানা জল্পনা কল্পনা। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ইন্ডিয়ান ক্রিকেট লিগ- আইপিএলের মিডিয়া স্বত্ব পেলো স্টার ইন্ডিয়া।

চুক্তি অনুযায়ী ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত আইপিএলের সবকিছু প্রচার করবে স্টার ইন্ডিয়া। ১৬ হাজার ৩৪৭ কোটি রুপির বিনিময়ে এই মিডিয়া স্বত্ব পেলো ভারতীয় চ্যানেলটি। ইএসপিএন ডিজিটাল মিডিয়া, ডিসকভারি, আমাজন, মিডিয়া ইন্ডিয়া, তাজ টিভিসহ মোট ২৪টি কোম্পানি প্রাথমিকভাবে আবেদন জমা দেয়। তবে, শেষপর্যন্ত লড়াই হয় ১৪টি চ্যানেলের মধ্যে। মিডিয়া রাইটসের ক্যাটাগরি ভাগ করা হয়েছিলো দু'ভাগে।

শেষপর্যন্ত সনি পিকচার্স নেটওয়ার্কের কাছ থেকে এই স্বত্ব ছিনিয়ে নেয় স্টার ইন্ডিয়া। এর আগে ২০০৮ সালে দশ বছরের জন্য ৮ হাজার ২০০ কোটি রুপির বিনিময়ে আইপিএল প্রচারের সব রকম অধিকার কিনে নেয় সনি পিকচার্স নেটওয়ার্ক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.