Sylhet Today 24 PRINT

ভালো একটা সেশনের অপেক্ষায় নাসির হোসেন

স্পোর্টস ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৭

স্কোরকার্ড বাংলাদেশকে ৮০ রানে এগিয়ে রাখলেও ম্যাচের পরিস্থিতিতে বাংলাদেশকে পিছিয়ে রাখছেন নাসির হোসেন। তবে অফ স্পিনিং অলরাউন্ডার তৃতীয় দিন ঘুরে দাঁড়াতে আশাবাদী। মনে করছেন, একটি ভালো সেশনে ম্যাচে ফিরতে পারেন তারা।

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের ৩০৫ রানের জবাবে মঙ্গলবারের খেলা শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২২৫/২। অর্ধশতক করে অপরাজিত ডেভিড ওয়ার্নার ও পিটার হ্যান্ডসকম। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে দুই জনে গড়েছেন শতরানের জুটি।

নাসির জানান, আমরা এখনো ৮০ রানে এগিয়ে আছি। ক্রিকেট এমন একটা খেলা, এখানে আপনি নিশ্চিত করে কিছুই বলতে পারবেন না। টেস্টে এক-দেড় ঘণ্টায় অনেক কিছু বদলে যায়।

৬৪ ওভার বল করে শুধু ম্যাট রেনশ ও স্টিভেন স্মিথের উইকেট নিতে পেরেছে স্বাগতিকরা। একটি শত আর একটি প্রায় শত রানের জুটি হয়েছে। নাসির মনে করেন, স্কোর কার্ডে যেমন বিবর্ণ দেখাচ্ছে অতটা খারাপ বোলিং তারা করেননি।

“বোলাররা খারাপ করেনি। আপনারা যদি দেখেন, ওয়ার্নার এতো ধীরে ব্যাটিং করে না। কিন্তু আজ করেছে, মানে আমরা বোলিং ভালো করেছি। শুধু উইকেট পড়েনি।”

খেলার এখনও অনেক বাকি। ধৈর্য ধরে নিজেদের কাজটা করে যেতে সতীর্থদের তাগিদ দেন নাসির।

“যে কোনো মুহূর্তে খেলা বদলে যেতে পারে। কালই ফল হবে না, খেলা পাঁচদিনে যাবে। আমরা অবশ্যই ফল নিয়ে চিন্তা করছি না। আমাদের হাতে যা আছে, আমরা তা নিয়ে চিন্তা করছি।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.