Sylhet Today 24 PRINT

সিলেট সিক্সার্স’র যাত্রা শুরু আজ

নিজস্ব প্রতিবেদক |  ১০ সেপ্টেম্বর, ২০১৭

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এ সিলেটের দল সিলেট সিক্সার্স আজ (রোববার) আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু হবে সিলেট সিক্সার্স। এরইমধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের গভর্নিং বডির কাউন্সিলে ‘সিলেট সিক্সার্স’ দল অনুমোদন পেয়েছে।

আজকের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সিলেট সিক্সার্স'র আইকন খেলোয়াড় সাব্বির রহমান এসব আয়োজনে উপস্থিত থাকবেন।

‘সিলেট সিক্সার্স’-এর আত্মপ্রকাশ উপলক্ষে গত ঈদের আগে থেকেই নগরীর জুড়ে বর্ণিল আলোকসজ্জা করা হয়। আলোকসজ্জার মাধ্যমে জানান দেওয়া হয় নতুন এই টিমের। এবার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ গঠতে যাচ্ছে।

এতোদিন বিপিএলে সিলেটের মালিকানায় কোনো টিম না থাকার আক্ষেপ ছিলো সিলেটের ক্রীড়াপ্রেমীদের। এবার সিলেট সিক্সার্স'র মাধ্যমে সে আক্ষেপ ঘুচতে যাচ্ছে। 'লাগলে বাড়ি বাউন্ডারি'- এ স্লোগানে গড়ে উঠা সিলেট সিক্সার্সকে আজ সিলেটবাসীর কাছে পরিচয় করিয়ে দেওয়া হবে।

সিলেট সিক্সার্স'র চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছেলে সাহেদ মুহিত।

কেবল নিজেদের দল নয়, এবার লাক্কাতুরাস্থ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে যাত্রা শুরু হবে বিপিএল’র। ফলে মাঠে খেলা দেখার জন্য বেশ মুখিয়ে আছেন সিলেটিরা।

আজ সিলেট সিক্সার্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- দুপুরে মধ্যাহ্নভোজন ও ঈদ পুনর্মিলনী, সংবাদ সম্মেলন ও সিলেট সিক্সার্সের অফিসিয়াল যাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানমালার শুরুতে দুপুর ২ টায় নগরীর  ধোপাদীঘিরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে মধ্যাহ্নভোজন। সাড়ে তিনটায় নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলন। বিকাল সাড়ে ৪ টায় সিলেট সিক্সার্স’র অফিসিয়াল যাত্রা। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- সিলেট-১ আসনের সংসদ সদস্য, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিক্সার্সের উপদেষ্টা ও গ্রিন  ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড’র প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক নাসির আহমদ চৌধুরী।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.