Sylhet Today 24 PRINT

আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন \'অনিশ্চিত\'

স্পোর্টস ডেস্ক |  ০৬ অক্টোবর, ২০১৭

ঘরের মাঠে পেরুর সঙ্গে গোলশূন্য ড্র করে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে সরাসরি অংশ নেয়া অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে আর্জেন্টিনার।

বাংলাদেশ সময় শুক্রবার ভোরে বুয়েনস আইরেসে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

ফলে বিশ্বকাপে যাওয়ার জন্য এখন অন্যদের দিকেই তাকিয়ে থাকতে হবে আর্জেন্টিনাকে।

এখনও রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেয়ার সুযোগ নিজেদের হাতে আছে আর্জেন্টিনার। কারণ শেষ রাউন্ডে আর্জেন্টিনারের ওপরে থাকা দুই দল পেরু ও কলম্বিয়া মুখোমুখি হবে। এই ম্যাচ ড্র হলে ও আর্জেন্টিনা নিজেদের ম্যাচে জিততে পারলে সরাসরিই পাবে রাশিয়া বিশ্বকাপের টিকিট।

আর এই ম্যাচে যে দল হারবে সেই দল থাকবে আর্জেন্টিনার নিচে।

ফলে অন্য সব ম্যাচে যে ফলই হোক না কেন আর্জেন্টিনা জিততে পারলে অন্তত পঞ্চম স্থানে থেকে প্লে-অফ খেলার সুযোগ পাবে।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ষষ্ঠ স্থানে আছে আর্জেন্টিনা। সেরা চার দল সরাসরি খেলবে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে।

পঞ্চম দলটির সুযোগ পেতে হলে প্লে-অফ খেলে জিততে হবে ওশিয়ানিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে।

ফুটবল বিশ্বকাপ থেকে বাদ পড়ার শংকায় থাকা আর্জেন্টিনা শেষ ম্যাচ খেলবে একুয়েডরের মাঠে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.