Sylhet Today 24 PRINT

সিলেটের মাঠে সাদমানের শতক, বাংলাদেশের লিড

ক্রীড়া প্রতিবেদক |  ১২ অক্টোবর, ২০১৭

আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে প্রথম ইনিংসে এগিয়ে থাকলো বাংলাদেশ ‘এ’ দল। ওপেনার সাদমান ইসলামের সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ৬৭ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। আয়ারল্যান্ডের ২৫৫ রানের জবাবে ৬ উইকেটে ৩২২ রান করেছে।

১ উইকেটে ৩৮ রানে বৃহস্পতিবার খেলা শুরু করেছিল বাংলাদেশ। আগের দিন অপরাজিত সাদমান ২২ ও নাজমুল হোসেন শান্ত ১৫ রানে খেলতে নামেন। আইরিশ বোলারদের শক্ত হাতে দমন করেন তারা। স্টুয়ার্ট থম্পসনের বলে বোল্ড হওয়ার আগে নাজমুল করেন ১৩৫ বলে ৬৯ রান। সাদমানের সঙ্গে অধিনায়কের জুটিটি ছিল ১৩৭ রানের।

আল-আমিন হোসেন রানের খাতা খোলার আগে বিদায় নিলে ইয়াসির আলীর (৩৫) সঙ্গে ৬৯ রানের জুটি গড়ে স্বস্তি ফেরান সাদমান। দলের স্কোরবোর্ডে ২৪৩ রান তুলে দিয়ে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হন এ ওপেনার। এর আগে বাঁহাতি এই ব্যাটসম্যান প্রথম শ্রেণির ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেন। ২১৯ বলে ১৫ চারে ১০৮ রান করেন সাদমান। নুরুল হাসান অপরাজিত হাফসেঞ্চুরিতে দলের লিড বাড়িয়ে নিচ্ছেন। ৫১ রানে অপরাজিত তিনি।

নাথান স্মিথ ও অ্যান্ডি ম্যাকব্রিন দুটি করে উইকেট নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.