Sylhet Today 24 PRINT

র‌্যাঙ্কিংয়ে মুশফিকের উন্নতি, শীর্ষে ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক |  ২০ অক্টোবর, ২০১৭

প্রায় চারমাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ঝড় তুলেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। টর্নেডো এক ইনিংসে বাংলাদেশকে রান বন্যায় ভাসান।

ডানহাতি এ ব্যাটসম্যান তুলে নেন ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি। ১০৪ বলে ১৭৬ রানের ইনিংস খেলেন। ১৫ চার ও ৭ ছক্কায় ইনিংসটি সাজান ডি ভিলিয়ার্স। দারুণ ইনিংসের ফল দ্রুতই পেয়ে গেলেন। ওয়ানডের ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন প্রোটিয়া ব্যাটসম্যান। দুই ধাপ এগিয়ে ভিলিয়ার্স এখন শীর্ষে। পিছনে ফেলেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে।

৮৬৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনে রয়েছেন অসি ওপেনার ওয়ার্নার। ১২ রেটিং পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে ভারতের অধিনায়ক কোহলি। তার থেকে ২ রেটিং পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ডি ভিলিয়ার্স।

প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্স ভালো না হলেও ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন মুশফিকুর রহিম। টেস্ট অধিনায়ক প্রথম ওয়ানডেতে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে ১১০ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় ওয়ানডেতে করেন ৬০ রান। দুই ইনিংসে ধারাবাহিক রান পাওয়ায় র‌্যাঙ্কিংয়ে পাঁচধাপ উন্নতি হয়ে ১৮তম স্থানে উঠে এসেছেন মুশফিক। তামিম ইকবাল রয়েছেন আগের ১৬তম স্থানে।

এদিকে, ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন পাকিস্তানের হাসান আলী। ছয় ধাপ এগিয়ে শীর্ষে উঠেছেন। প্রথমবারের মতো ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন ডানহাতি এ পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে আবুধাবিতে সবশেষ ওয়ানডেতে ৩৪ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানকে সিরিজ জেতাতে বড় অবদান রাখেন। তিন ওয়ানডেতে হাসান আলী মোট ৯ উইকেট পেয়েছেন।

চলতি বছর ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে বেশ কয়েকবার পরিবর্তন হয়েছে। পঞ্চম বোলার হিসেবে ২৩ বছর বয়সী  হাসান আলী শীর্ষে উঠেছেন। এর আগে ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির, কাগিসো রাবাদা ও জস হ্যাজেলউড শীর্ষে উঠেছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.