Sylhet Today 24 PRINT

আম্পায়ারের সঙ্গে অসদাচরণে সাব্বিরের জরিমানা

ক্রীড়া প্রতিবেদক |  ০৬ নভেম্বর, ২০১৭

কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ম্যাচ শেষে আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করায় সিলেট সিক্সার্সের আইকন খেলোয়াড় সাব্বির রহমানকে জরিমানা করা হয়েছে। ওই খেলার ম্যাচ রেফারি দেবব্রত পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ব্যাট করার সময় এলবিডব্লিউ হন সাব্বির। সে সময় কোন কিছু না বললেও ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড় ও আম্পায়ারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় আম্পায়ার মাহফুজুর রহমানকে নিজের আউট নিয়ে অসদাচরণ করেন সাব্বির। যা আচরণবিধি ভঙ্গের শামিল।

আম্পায়ার মাহফুজুর রহমানের জবানবন্দী ও সাব্বিরের সাথে কথা বলে ম্যাচ রেফারি দেবব্রত পাল সিলেটের আইকন এই তারকার ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেন। যেটি অঙ্কে প্রায় দেড় লাখ টাকা। শুধু জরিমানাই নয় এই ঘটনায় তার নামের পাশে যোগ হয়েছে ৩ ডিমেরিট পয়েন্ট। আর এক পয়েন্ট যোগ হলেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন সাব্বির।

এর আগে ঢাকার বিপক্ষে ম্যাচে নিজেদের প্রথম ম্যাচে টস করতে দেরি করায় সিলেটের অধিনায়ক নাসির হোসেনকে সতর্ক করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.