Sylhet Today 24 PRINT

আন্তর্জাতিক ভাবে সম্প্রচারিত হবে বিপিএলের ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক  |  ০৭ নভেম্বর, ২০১৭

ইতোমধ্যেই শেষ হয়ে গিয়েছে বিপিএল পঞ্চম আসরেরর প্রথম চার ম্যাচ। এ ম্যাচগুলো কেবল বাংলাদেশেই মাছরাঙ্গা ও গাজি টিভি এর পর্দায় সম্প্রচারিত হচ্ছিল। এবার আন্তর্জাতিক সম্প্রচারকরা এগিয়ে এসেছে বিপিএল ২০১৭ সম্প্রচার করার জন্য।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সরাসরি সম্প্রচার করবে পাকিস্তানি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জিও সুপার।

পাকিস্তান ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আফগানিস্তান, মালয়েশিয়া, কোরিয়া, জাপান, রাশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সরাসরি সম্প্রচার করা হবে। এর ফলে বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশে অবস্থানকারী দর্শকদের জন্য উন্মুক্ত হলো বিপিএল এর দুয়ার।

বিপিএলে এখন পর্যন্ত দুই ম্যাচে দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে সিলেট। প্রথম ম্যাচে শক্তিশালী ঢাকা ডাইনামাইটসকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে আরেক ফেভারিট কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারায় নাসির বাহিনী।

প্রথম ম্যাচে স্বাগতিক সিলেটের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে খুলনার বিপক্ষে বড় জয় নিয়ে টেবিলের দুইয়ে আছে শিরোপার অন্যতম দাবিদার সাকিবের ঢাকা ডাইনামাইটস। এক ম্যাচে এক জয় নিয়ে তিনে অবস্থান করছে মাশরাফির রংপুর রাইডার্স।

অন্যদিকে এক ম্যাচ খেলে একটিই হারা তিন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স চারে , রাজশাহী কিংস পাঁচে ও খুলনা টাইটান্স ছয়ে অবস্থান করছে। এখনও কোনো ম্যাচ খেলেনি সৌম্যর দল চিটাগাং ভাইকিংস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.