Sylhet Today 24 PRINT

নাইজেরিয়ার কাছে ধরাশায়ী আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক |  ১৫ নভেম্বর, ২০১৭

প্রথম প্রীতি ম্যাচে রাশিয়ার বিপক্ষে জয় পেলেও দ্বিতীয় প্রীতি ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দল নাইজেরিয়ার কাছে পাত্তাই পেলোনা আর্জেন্টিনা! মঙ্গলবার নাইজেরিয়ার বিপক্ষে ৪-২ গোলে হেরেছে আর্জেন্টাইনরা।

এদিন দলের তারকা ফুটবলার লিওনেল মেসি বিশ্রামে ছিলেন। তার অভাব ভালোই পেল আর্জেন্টিনা।

এর আগে দুদলের ৭ বারের মুখোমুখি লড়াইয়ে নাইজেরিয়ার জয় মাত্র এক ম্যাচ।

রাজধানী মস্কো থেকে প্রায় ১৩০০ কিলোমিটার দূরে ক্রসনাধারের স্টেডিয়ামে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামে দুদল।

ম্যাচের প্রথমে ২-০ গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা শেষ পর্যন্ত ৪ গোল হজম করে। ম্যাচের ২৭ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন ইভের ভানেগা। ৩৬ মিনিটে দ্বিতীয় গোল করেন সার্জিও আগুয়েরো। তবে এর পর আর কোনো গোলের দেখা পাননি সাম্পাওলির শিষ্যরা।

নাইজেরিয়ার হয়ে ম্যাচের ৪৪ মিনিটে প্রথম গোল পরিশোধ করেন সুপার ইগলেস। বিরতির পর ম্যাচে আধিপত্য বিরাজ করতে থাকেন নাইজেরিয়ার ফুটবলাররা।

খেলার ৫২  মিনিটে  আলেক্স আইয়োবি ও  ৫৪ মিনিটে ব্রিয়ান ইডোউর দুর্দান্ত গোলে এগিয়ে যায় নাইজেরিয়া।

৭৩ মিনিটে আলেক্স আইয়োবি নাইজেরিয়ার হয়ে চতুর্থ গোল করেন। পরে আর ম্যাচে ফিরতে পারেনি আর্জেন্টিনা।

নাইজেরিয়ার বিপক্ষে এ পরাজয়ে আর্জেন্টাইন ভক্তদের মনে হতাশা চেপে বসেছে। কেননা বিশ্বকাপের টিকিট পেতে অনেক ঘাম ঝরাতে হয়েছে মেসিদের।

আর প্রীতি ম্যাচে নাইজিরায়ার কাছে এমন হারের পর চূড়ান্ত পর্বে মেসিদের জন্য কী অপেক্ষা করছে, তা নিয়েই ভাবা শুরু করেছেন অনেকেই।

উল্লেখ্য, আফ্রিকান অঞ্চলের গ্রুপ-বি থেকে রাশিয়া বিশ্বকাপের টিকিট পেয়েছে নাইজেরিয়া। গোলডটকম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.