Sylhet Today 24 PRINT

র‌্যাংকিংয়ে এখনও ৯ নম্বরে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক |  ০১ জুন, ২০১৫

বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার কারণে র‌্যাংকিংয়ে নিজেদের স্মরণকালে সবচেয়ে বাজে অবস্থান নবম স্থানে চলে যায় পাকিস্তান। আজহার আলির দলকে হোয়াইটওয়াশ করার সুবাদে বাংলাদেশ প্রথমবারের মতো র‌্যাংকিংয়ের অষ্টম স্থানে চলে আসে। নিজেদের মাটিতে জিম্বাবুয়েকে হারিয়ে ৮ নম্বরে চলে আসার সুযোগ পেয়েছিল পাকিস্তান। তবে বৃষ্টি তাদের সে স্বপ্ন ধুয়ে দিয়ে যায়।

ঘরের মাঠে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে পারলে বাংলাদেশকে টপকে অষ্টম স্থানে উঠে আসতো পাকিস্তান। তবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটি রোববার বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় ২-০ তে সিরিজ জেতা আজহার আলির দল র‌্যাংকিংয়ের নবম স্থানেই থেকে গেল। ফলে আগামী ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন ফিকে হতে শুরু করেছে ৯২’র বিশ্বচ্যাম্পিয়নদের।

৮৭ পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করা পাকিস্তান সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতলেও পয়েন্ট ও র‌্যাংকিংয়ে কোনো পরিবর্তন আসেনি তাদের। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে র‌্যাংকিংয়ের শীর্ষ আটে থাকা দল ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাবে। পাকিস্তানের চেয়ে ১ পয়েন্ট বেশি (৮৮) নিয়ে অষ্টম স্থানে থাকা বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ রয়েছে পাকিস্তানকে টপকে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার।

এজন্য ঘরের মাঠে চলতি মাসে ভারতকে ওয়ানডে সিরিজে পরাজিত করতে হবে। ২-১ ব্যবধানে সিরিজ হারলেও সুযোগ থাকবে বাংলাদেশের। সেক্ষেত্রে শ্রীলংকার বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.