Sylhet Today 24 PRINT

বিপিএলে ১২ বিদেশিসহ ৭৭ জুয়াড়ি আটক

সিলেটটুডে ডেস্ক |  ১৮ নভেম্বর, ২০১৭

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জুয়া খেলার অপরাধে এ পর্যন্ত ১২ জন বিদেশি সহ ৭৭ জনকে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের  নিজস্ব নিরাপত্তা বাহিনী।

শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, ‘৭৭ জন জুয়াড়িকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এদের মধ্যে ৬৫ জন বাংলাদেশি। ১২ বিদেশির ১০ জনই ভারতীয় নাগরিক, বাকি দুজন পাকিস্তানি।’

মাঠের ভেতরে জুয়া নিয়ন্ত্রণ করতে পারলেও মাঠের বাইরে তা সম্ভব হচ্ছে না বলে তিনি বেশ হতাশ, ‘মাঠের বাইরে, পুরো দেশে তো আমরা জুয়া নিয়ন্ত্রণ করতে পারবো না। এটা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ। আমরা মাঠের স্কোরবোর্ডে জুয়া নিয়ে সচেতনতামূলক কথা প্রচার করছি। এর বাইরে আমাদের আর কিছু করার নেই।’

কীভাবে জুয়া ধরা হয়, তার বর্ণনাও দিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব, ‘খেলা টিভিতে সরাসরি সম্প্রচার করার সময় ৯ থেকে ১০ সেকেন্ডের গ্যাপ তৈরি হয়। মানে একটি বল হওয়ার অন্তত ৯ সেকেন্ড পর তা টিভিতে দেখা যায়। এই কয়েক সেকেন্ডের মধ্যেই জুয়ায় জড়িয়ে পড়ে অনেকে।’

বিপিএল নিয়ে জুয়া ধরে অপরাধে জড়িয়ে পড়ছে অনেক তরুণ। রাজধানীতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র খুনও হয়েছে কয়েক দিন আগে। এরপর থেকেই মিরপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় জুয়া প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে বিসিবি। ইসমাইল হায়দার মল্লিক বলেছেন, ‘বেটিং বা জুয়া বন্ধে সরাসরি কিছু করার নেই বিসিবির। তবে আমরা দর্শকদের সচেতন করতে নানা পদক্ষেপ নিয়েছি। আমাদের নিজস্ব নিরাপত্তা দল স্টেডিয়াম এলাকায় যে কোনও ধরনের জুয়া প্রতিরোধে তৎপর।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.