Sylhet Today 24 PRINT

এবার মিরপুরের উইকেটের সমালোচনায় ম্যাককালাম

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ০৭ ডিসেম্বর, ২০১৭

বিপিএলের পঞ্চম আসরে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের উইকেট নিয়ে আলোচনা যেনো থামছেই না। তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজাদের পর এবার উইকেটের সমালোচনায় সরব হলেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

কুঁচকির ইনজুরিতে পড়া মাশরাফির বদলে গতকাল রংপুরের নেতৃত্বে ছিলেন নিউজিল্যান্ডের এ সাবেক অধিনায়ক। এদিন মিরপুরের উইকেটকে ‘পুওর’ বলে অ্যাখ্যায়িত করেছেন টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান ম্যাককালাম।

গতকাল ঢাকা ডায়নামাইটসের কাছে ৪৩ রানে হারের পর সংবাদ সম্মেলনে উইকেটকে বাজে বলে উল্লেখ করেন ম্যাককালাম। ভালো উইকেট হলে ‘গেইল-ম্যাককালাম’ শো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিপিএলের পঞ্চম আসরে পাঁচ দিনের ব্যবধানে দু’বার একশ রানের নিচে থেমে গেল রংপুর রাইডার্স। গত ২ ডিসেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৯৭ এবং গতকাল ঢাকা ডায়নামাইটসের বিরুদ্ধে ৯৪ রানের বেশি যেতে পারেনি রংপুর। যেখানে ঢাকা আগে ব্যাট করে ১৩৭ রান করেছিল।

ম্যাচ শেষে উইকেট নিয়ে ম্যাককালাম বলেন, ‘আমার মনে হয় এটা খুব ‘পুওর’ উইকেট ছিল। এখানে অনেক ভালো, বিশ্বমানের খেলোয়াড় আছে। এখানে মানুষজন রোমাঞ্চকর ক্রিকেট দেখতে চায়। আমার মনে হয় না তারা আজ (গতকাল) এরকম কোনো ম্যাচ দেখতে পেয়েছে। আমার মনে হয় আজ (গতকাল) যা হয়েছে তার চেয়ে ভালো উইকেটে সামনে খেলা হওয়া উচিত।’

গতকাল রংপুরের একাদশে ছিল অনেকগুলো পরিবর্তন। বোলিংয়ে ভালো করলেও ব্যাটিং ব্যর্থতায় হেরেছে দলটি। ম্যাচ সম্পর্কে ম্যাককালাম বলেন, ‘আমার কাছে যেটা মনে হয়েছে, প্রথম ১৫ ওভারে আমরা খুব ভালো বল করেছি। বেশ কিছু বল করেছি যেটা ওদের সমস্যায় ফেলেছে। আর ব্যাটিংয়ে আমার মনে হয়েছে কিছু সিদ্ধান্ত হয়তো আমাদের পক্ষে যেতে পারত। টুর্নামেন্ট যতই শেষ দিকে আসছে, আমার মনে হয়েছে আম্পায়ারিং আরও ভালো হওয়া উচিত। এরকম উইকেটে সিদ্ধান্ত আপনার পক্ষে না গেলে বড় মূল্য দিতে হয়। জনসন চার্লস যেমন আজ (গতকাল) খুব ভালো খেলছিল, বিশেষ করে কয়েক ম্যাচ বসে থাকার পর। সাকিব শেষ দিকে যেমন ব্যাট করেছে, ও-ও (চার্লস) আজ শেষ পর্যন্ত খেলতে পারত।’

স্বভাবজাত হিসেবে আক্রমণাত্মক ব্যাটসম্যান ম্যাককালাম। কিন্তু বিপিএলে এখনও ব্যাট হাতে স্বরূপে দেখা যায়নি তাকে। উইকেটের অধারাবাহিক আচরণে বিভ্রান্ত এ কিউই ব্যাটসম্যান। নিজের পারফরম্যান্স নিয়ে ম্যাককালাম বলেন, ‘আমি আরও বেশি রান করতে চেয়েছিলাম। কিন্তু গত বেশ কিছু বছরে আমি অন্যরকম উইকেটে খেলতে অভ্যস্ত। এখানে তো আমি টার্ন আর বাউন্সের ব্যাপারে নিশ্চিতও হতে পারছি না। বল কখনো কখনো ওপর দিয়ে চলে যাচ্ছে।’

উইকেটে মানিয়ে নিতে অনেকের সাথে আলাপও করেছেন ম্যাককালাম। তিনি বলেন, ‘আমি অনেকের সাথে কথা বলেছি, ওরা জানিয়েছে আগে পিচ বেশ ভালো ছিল। কিন্তু একজন স্ট্রোকমেকার হিসেবে এখানে খেলা অনেক কঠিন হচ্ছে। অবশ্যই, আমার পারফরম্যান্স আরও ভালো হওয়া উচিত ছিল। তবে আরেকটু ভালো উইকেট পেলে ভালো হতো। সেক্ষেত্রে আমি হয়তো আরেকটু বেশি ধারাবাহিক হতে পারতাম।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.