Sylhet Today 24 PRINT

ঢাকায় আসছেন ‘শ্রীলঙ্কার কোচ’ হাথুরু!

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ০৯ ডিসেম্বর, ২০১৭

শ্রীলঙ্কার হেড কোচের দায়িত্ব নেয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা শেষ করতে আসছেন টাইগারদের বিদায়ী কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।

তার ঢাকায় আসার বিষয়টি শুক্রবার (৮ ডিসেম্বর) সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিসিবি’র মিডিয়া কমিটির প্রধান মো: জালাল ইউনুস। তবে নির্দিষ্ট করে দিন তারিখ উল্লেখ করেননি, ‘তিনি ঢাকায় আসবে এটা নিশ্চিত। তবে কবে, সেটা নিশ্চিত নয়। বিপিএল শেষ হওয়ার আগে কিংবা শেষ হওয়ার পরপরই আসার কথা।’

এদিকে টাইগারদের সাবেক হয়ে যাওয়া এই কোচকে শুক্রবারই নিজেদের কোচ হিসেবে ঘোষণা দিয়ে দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। লঙ্কান সংবাদ মাধ্যমের খবর, বিসিবির কাছে ব্যাখ্যা দিতে শনিবারই ঢাকায় আসছেন হাথুরুসিংহে।

লঙ্কান ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটি ৬ তারিখে কোচ হিসেবে হাথুরুসিংহের নিয়োগ অনুমোদন করে দেয়। ইএসপিএন ক্রিকইনফো লঙ্কান ক্রিকেট বোর্ডের বরাতে জানিয়েছে, হাথুরুসিংহেই হচ্ছেন শ্রীলঙ্কার ইতিহাসের সবচেয়ে বেশি বেতন পাওয়া কোচ।ভারত সফরে থাকা শ্রীলঙ্কা দলের সঙ্গে যোগ দেবেন ৪৯ বছর বয়সী এই কোচ। ২০ ডিসেম্বর থেকে ভারতের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে তিনিই পালন করবেন কোচের দায়িত্ব।

তবে হাথুরু প্রথম পূর্ণাঙ্গ অ্যাসাইনমেন্ট বাংলাদেশে। জানুয়ারিতে ২ টি-টোয়েন্টি, ২ টেস্ট ও একটি ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা।

বিসিবি কর্মকর্তারা জানিয়েছিলেন কোচের দায়িত্ব নেওয়ার আগে একবার বাংলাদেশে আসবেন সাবেক কোচ। তবে দিন তারিখ নিশ্চিত করতে পারেননি তারা। তবে শ্রীলঙ্কান সংবাদ মাধ্যমের খবর, শ্রীলঙ্কায় চুক্তি সই করার পর শনিবার বাংলাদেশে আসবেন তিনি। এদিকে বিসিবির কাছে প্রেজেন্টেশন উপস্থাপনা করতে আসার কথা কোচ প্রার্থী ফিল সিমন্সেরও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.