Sylhet Today 24 PRINT

বিপিএল: দ্বিতীয় কোয়ালিফায়ার বৃষ্টিতে ভেসে গেলে কোন দল যাবে ফাইনালে?

ক্রীড়া প্রতিবেদক |  ০৯ ডিসেম্বর, ২০১৭

বিপিএলের চলতি (পঞ্চম) আসরের আর মাত্র দুটি ম্যাচ বাকী। শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে সরাসরি ফাইনালে জায়গা করে নিয়েছে সাকিব আল হাসানের দল ঢাকা ডায়নামাইটস। দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারিত হবে রোববার রংপুর রাইডার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস ম্যাচের মধ্য দিয়ে।

তবে রোববার সন্ধ্যায় শুরু হতে যাওয়া ম্যাচটি নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বৃষ্টিতে ভেসে যেতে পারে ম্যাচটি। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলছে। আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, বৃষ্টি থাকতে পারে রোববারও।

বৃষ্টিতে ম্যাচ পণ্ড হলে লাভ হবে তামিম ইকবালের দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের। লিগ পর্বে ১২ ম্যাচের মধ্যে ৯টি জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ৬টি জয় পেয়েছে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স। যদি দুই দলের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি পরিত্যক্ত হয়, তবে 'মোস্ট উইন' (বেশি সংখ্যক ম্যাচ জয়) এর হিসাবে কুমিল্লা ভিক্টোরিয়ানস চলে যাবে ফাইনালে। বিদায় নিতে হবে রংপুরকে।

শুক্রবার ক্রিস গেইলের ঝড়ো শতকে মাহমুদ উল্লাহ রিয়াদের খুলনা টাইটানসকে ৮ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। এমন আরো গেইল ঝড় দেখতে চাওয়া সমর্থকরাও নিশ্চয়ই প্রার্থনা করছেন রোববার বৃষ্টি না হওয়ার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.