Sylhet Today 24 PRINT

এমন ম্যাচের রিজার্ভ ডে থাকা উচিৎ : মাশরাফি

সিলেটটুডে স্পোর্টস |  ১০ ডিসেম্বর, ২০১৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) হাইভোল্টেজ ম্যাচে আজ মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ানস। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। সরাসরি দেখাবে গাজী টিভি এবং মাছরাঙা টেলিভিশন।

বৈরি আবহাওয়ার কারণে সারাদেশে টিপটিপ বৃষ্টি হচ্ছে। যার প্রভাব পড়েছে বিপিএলেও। কারণ আজ রাত ৯টার মধ্যে মাঠে বল না গড়ালে পরিত্যক্ত হয়ে যাবে কুমিল্লা-রংপুর ম্যাচ। তাতে করে বৃষ্টির পাশাপাশি জয়টা ভিড়বে কুমিল্লার ঘাটে।

বিপিএলের বাইলজ অনুযায়ী, ফাইনালের টিকিট হাতে পাবে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ানস। স্বপ্নভঙ্গ হবে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্সের।

মানতে পারছেন না রংপুরের দলনেতা। রীতিমত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ম্যাশ বলেন, ‘আসলে প্রকৃতির ওপর তো কারো হাত থাকে না। কিন্তু খুব ভালো হতো একটা রিজার্ভ ডে থাকলে। কারণ, বিপিএলের মতো একটি টুর্নামেন্টের সেমিফাইনাল যদি বৃষ্টির কারণে বাতিল হয় তাহলে সেটা তো দুঃখের।’

রিজার্ভ ডে থাকা উচিৎ ছিল উল্লেখ করে মাশরাফি বলেন, ‘আমি অবশ্য এটা (বৃষ্টি) নিয়ে ভাবছি না। তবে অবশ্যই বলবো এরকম পর্যায়ে রিজার্ভ ডে থাকা উচিৎ এবং বিসিবি চাইলে আইন তো বদলাতেই পারে। (রোববারের) খেলা না হলে রিজার্ভ ডের ব্যবস্থা নিশ্চয়ই আইনে করার সুযোগ আছে।’

ম্যাচ না হলে দর্শকদের হতাশার কমতি থাকবে না মনে করছেন মাশরাফি। ‘এই যে হাজার হাজার দর্শক এমন একটা ম্যাচ দেখতে মাঠে আসবে। আরও কতো মানুষ এই ম্যাচটার দিকে তাকিয়ে থাকবে। এখন বৃষ্টির জন্য এবং রিজার্ভ ডে না থাকায় এরকম একটা ম্যাচ খেলা না হলে তো এমন বড় একটি আসরের দর্শকদের জন্যও তা অনেকটা অবিচারের মতো হয়ে যায়।’

উল্লেখ্য, ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। আগামী ১২ ডিসেম্বর শিরোপার লড়াইয়ে ঢাকার প্রতিপক্ষ এই ম্যাচের বিজয়ী দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.