Sylhet Today 24 PRINT

চাপমুক্ত ব্যাটিংয়ের চাওয়া থেকে মুশফিককে অব্যাহতি: পাপন

স্পোর্টস ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৭

মুশফিকুর রহিমের চাপমুক্ত ও তাঁর কাছ থেকে সেরা ব্যাটিং চাইছে বিসিবি। টেস্ট দলের অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়ার কারণ হিসেবে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

রোববার মুশফিককে অব্যাহতি দেওয়ার পর এর কারণ জানালেন বিসিবি বস। জানালেন, ‘মুশফিকুর রহিমের সেরা  ব্যাটিং আমরা চাইছি। আমরা মনে করছি সে ব্যাটিংয়ে মনোযোগ দিক। তাকে চাপমুক্ত করতে চাচ্ছি।’

আগামী চার-পাঁচ বছরের কথা চিন্তা করেই এগোচ্ছে বোর্ড জানালেন নাজমুল হাসান পাপন। আরও জানান, ‘সবমিলিয়ে  আমরা যে প্লান করেছি। শুধু এখনকার দেখলে তো হবে না। সামনে আগামী চার পাঁচ বছরে , সেই প্লান অনুযায়ী সেট করার জন্য তারই একটা পদক্ষেপ। অন্যান্য জায়গাও চেঞ্জ আসবে।’

টেস্টে মুশফিকের ডেপুটি ছিলেন তামিম ইকবাল। তাঁকেও টেস্টের ডেপুটি থেকে সরানো হলো। বিসিবি প্রধান বলেন, তামিম টি-টোয়েন্টিতে সহ-অধিনায়ক হিসেবে থাকবেন, ‘তামিম টি-টোয়েন্টিতে আছে। সে টি-টোয়েন্টিতে থাকবে।’

টি-টোয়েন্টির এবার টেস্ট অধিনায়ক সাকিব। এটা সাকিবের দ্বিতীয়বারের মত অধিনায়কত্বের দায়িত্বে আসা। ক্রিকেটের তিন সংস্করণে তিন অধিনায়ক থেকে সরে এসে এবার দুই অধিনায়কে আসল বিসিবি।

টি-টোয়েন্টি অধিনায়কত্ব সম্পর্কে নাজমুল হাসান বলেন, মাশরাফি আমাদের ওডিআই ক্যাপ্টেন।  কাজেই ওখানে হাত দেওয়ার প্রশ্নই উঠে না।এখন এটার কোন দরকারই আমরা দেখছি না। আপাতত দুজন ক্যাপ্টেনই থাকছে।  ’

মুশফিকের নেতৃত্বে ৩৪টি টেস্ট খেলেছে বাংলাদেশ। জিতেছে সর্বোচ্চ ৭টিতে। হেরেছে ১৮টিতে আর ড্র করেছেন ৯টি টেস্ট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.