Sylhet Today 24 PRINT

সাফ চ্যাম্পিয়ন কিশোরীদের মাশরাফি-সাকিবদের শুভেচ্ছা

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২৬ ডিসেম্বর, ২০১৭

ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৫ মেয়েদের ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া কিশোরীরা ভাসছে অভিনন্দনের জোয়ারে। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে অন্য অঙ্গনের তারকারাও ভাসছেন উচ্ছ্বাসে। তাদের অভিনন্দন জানিয়েছেন ক্রিকেটে বাংলাদেশের দুই অধিনায়ক মাশরাফি মর্তুজা ও সাকিব আল হাসান।

মারিয়া মান্ডা, শামসুন্নাহারদের উঠে আসার সংগ্রামের গল্প স্পর্শ করেছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফিকে। লড়াকু মাশরাফির কাছে জীবনের এমন গল্প আলাদা মাত্রা পায় বরাবরই, ‘ভারতকে হারিয়ে প্রথমবারের মতো অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। কত বাধা পাড়ি দিয়ে এসে নিজেকে একজন চ্যাম্পিয়ন হিসেবে তৈরি করা যায়, তা এই বিজয়ী মেয়েদের জীবনগল্পের প্রতিটি প্যারাতে লেখা।’

নিজের ফেসবুক পাতায় পোস্ট দেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানও, ‘ভারতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলকে জানাই প্রাণঢালা অভিনন্দন।’ অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন মুশফিকুর রহিমও।

প্রসঙ্গত, রোববার (২৪ ডিসেম্বর) সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে একচেটিয়ে খেলে ১-০ গোলে জয় পায় বাংলাদেশ। টুর্নামেন্টের চার ম্যাচের সবগুলোতেই জেতা কিশোরী ফুটবলাররা প্রতিপক্ষের জালে দিয়েছে ১৩ গোল, খায়নি একটিও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.