Sylhet Today 24 PRINT

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২৬ ডিসেম্বর, ২০১৭

হারের বৃত্ত থেকে যেনো কিছুতেই বেরোতে পারছেনা ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের কাছে টেস্টের পর একদিনের সিরিজেও হারতে হয়েছে তাদের।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বৃষ্টি আইনে ৬৬ রানে হেরে যায় ক্যারিবীয়ানরা।

ক্রাইস্টচার্চে বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেই ক্যারিবিয়ান বোলিংয়ের তোপে পড়ে নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ২৩ ওভার ব্যাট করে চার উইকেট হারিয়ে ১৩১ রান তোলে। কিন্তু বৃষ্টি আইনে ক্যারিবীয়দের সামনে সমান ওভারে ১৬৬ রানের টার্গেট দাঁড়ায়। যেখানে নির্ধারিত ওভার শেষে নয় উইকেট হারিয়ে ৯৯ রান করতে পারে দলটি।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় নয় রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে সফরকারী উইন্ডিজরা। প্রথম ম্যাচে ২২ ও অসুস্থতার কারণে দ্বিতীয় ম্যাচে না থাকা গেইল করেন মাত্র চার রান। কিউইদের ভয়ঙ্কর বোলিংয়ের সামনে কেবল দলনেতা হোল্ডারই কিছুটা প্রতিরোধ করেন। সর্বোচ্চ ৩৪ রান আসে তার ব্যাট থেকে।

তিনটি করে উইকেট পান ট্রেন্ট বোল্ট ও মিচেল স্যান্টনার। দুই উইকেট পান ম্যাট হেনরি। আর টড অ্যাস্টেল একটি উইকেট তুলে নেন।

এর আগে টসে জেতা নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও, রস টেইলরের ব্যাটিংয়ে স্বস্তি খুঁজে পায় দলটি। অভিজ্ঞ এ তারকা ৪৭ রানে অপরাজিত থাকেন। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনের বিশ্রামে নেতৃত্ব পাওয়া টম ল্যাথাম টেইলরকে ভালো সঙ্গ দেন। ৩৭ রান আসে তার ব্যাট থেকে।

আগামী ২৯ ডিসেম্বর নেলসনে দু’দলের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.