Sylhet Today 24 PRINT

আঙ্গুলে চোট পেয়ে হাসপাতালে সাকিব

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২৭ জানুয়ারী, ২০১৮

ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ চলাকালে চোট পেয়েছেন বাংলাদেশ দলের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান।

আঙ্গুলে পাওয়া চোট পরীক্ষা করতে তাকে এরই মধ্যে মাঠ থেকে নেওয়া হয়েছে হাসপাতালে। সেখানে তার আঙ্গুল স্ক্যান করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি জানান, সাকিব হাতে চোট পেয়েছে। তাই এক্সরে করার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সাকিবের চোট কতোটা গুরুতর বা তিনি ব্যাট করতে পারবেন কি-না সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেনি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

এর আগে শনিবার ফাইনালে টস জিতে আগে ব্যাট করছে শ্রীলংকা। ৪২তম ওভারে ডাইভ দিয়ে বল ধরতে গিয়ে হাতে চোট পান সাকিব। পরে ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন এই অলরাউন্ডার। মাঠের বাইরে চলে গেলেও সাকিব আল হাসান আবার মাঠে নামবেন, এটাই ছিল সবার প্রত্যাশা। তা না হোক, অন্তত ব্যাটিং তো করতে পারবেন; কিন্তু টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, সাকিব আল হাসানকে হাসপাতালে নেয়া হয়েছে। আঙ্গুলে চিড় ধরা পড়েছে হয়তো তার। এ কারণে ডাক্তারের শরণাপন্ন হলেন। সুতরাং, শ্রীলঙ্কার বিপক্ষে তার ব্যাট করার সম্ভাবনা অনেক কমে গেলো। সম্ভাবনা নাই বললেই চলে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.