Sylhet Today 24 PRINT

টস জিতে ব্যাটিংয়ে ভারত, এক পেসার নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ১০ জুন, ২০১৫

ফতুল্লায় সিরিজের একমাত্র টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। দীর্ঘদিন পর আবারও ভারতের হয়ে টেস্ট একাদশে জায়গা পেয়েছেন হরভজন সিং। হরভজন ছাড়াও একাদশে স্পিনার আছেন অশ্বিন। এছাড়া বাকি ৩ জনই সিমার (ইশান্ত শর্মা, উমেশ যাদব এবং বরুন এরন)।

ভারত যেখানে খেলছে ৩ সিমার ও ২ স্পিনার নিয়ে সেখানে বাংলাদেশের একাদশে একমাত্র পেসার হিসেবে আছেন মোহাম্মদ শহীদ। এছাড়া বাকি চারজনই স্পিনার। এক পেসার নিয়ে খেলার কারণে একাদশে জায়গা হয়নি রুবেল হোসেনের।

৪ স্পিনার হলেও আদতে ব্যাটিং অলরাউন্ডারই ২জন (সাকিব ও শুভাগত)। তাইজুল ও জুবায়েরই খেলবেন কেবল স্পেশালিষ্ট স্পিনার হিসেবে। অর্থাৎ বাংলাদেশ দলে নির্ভেজাল বোলার বলতে মাত্র ৩ জন (শহীদ, তাইজুল ও জুবায়ের)। সৌম্য সরকারকে দিয়ে পূরণ করা হবে দ্বিতীয় পেসারের অভাব। বাংলাদেশের পক্ষে আজ অভিষেক হচ্ছে উইকেট রক্ষক লিটন দাসের।

ভারত একাদশ: শেখর ধাওয়ান,মুরালি বিজয়, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজাঙ্কা রাহানে, ঋদ্বিমান সাহা, রবীচন্দ্র অশ্বিন, হরভজন সিং, উমেশ যাদব, ইশান্ত শর্মা, বরুন এরন। 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, সৌম্য সরকার, শুভাগত হোম, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, মোহাম্মদ শহীদ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.