Sylhet Today 24 PRINT

আক্রমণাত্মক ব্যাটিংয়ে ধাওয়ানের অর্ধশতক

স্পোর্টস ডেস্ক |  ১০ জুন, ২০১৫

শিখর ধাওয়ানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে দ্রুত রান তুলছে ভারত।

ফতুল্লা টেস্টের প্রথম পানি বিরতির আগেই অর্ধশতকে পৌঁছেছেন শিখর ধাওয়ান।
 
১৫ ওভার শেষে ভারতের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৭০ রান। শিখর ধাওয়ান ৫৫ ও মুরালি বিজয় ১৫ রানে ব্যাট করছেন।
 
শুভাগত হোম চৌধুরীর বলে চার হাঁকিয়ে অর্ধশতকে পৌঁছান ধাওয়ান। ৪৭ বলে অর্ধশতকে পৌঁছানোর পথে ১০টি চার হাঁকান তিনি।
 
উদ্বোধনী ব্যাটসম্যান লোকেশ রাহুল ডেঙ্গু জ্বরে আক্রান্ত না হলে হয়তো ফতুল্লা টেস্টে খেলাই হতো না ধাওয়ানের। বাজে পারফরম্যান্সের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে বাদ পড়েছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।  
 
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বুধবার সকাল সাড়ে নয়টায় টস জেতার পর কোহলি বলেন, ভালো ব্যাটিং উইকেটের পুরো সুবিধা নিতে চায় তারা।
 
টসে হারার পর বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম জানান, উইকেট আরো ধীর হবে সময় গড়ালে।

বাংলাদেশের ৭৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে লিটন দাসের। মুশফিকের বদলে উইকেটের পেছনে দাড়িয়েছেন তরুণ এই ব্যাটসম্যান।

বাংলাদেশ দলে ফিরেছেন লেগস্পিনার জুবায়ের হোসেন। সাকিব আল হাসানসহ তাই চার জন স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ। দলে বিশেষজ্ঞ পেসার কেবল মোহাম্মদ শহীদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.