Sylhet Today 24 PRINT

আর চুপ নয়: পাপন

স্পোর্টস ডেস্ক  |  ২০ ফেব্রুয়ারী, ২০১৮

প্রধান কোচ না থাকায় তিন অধিনায়ক, নির্বাচক আর টেকনিক্যাল ডিরেক্টরের উপর দল চালানোর স্বাধীনতা দিয়েছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান। অবাধ স্বাধীনতা পেয়েও ভালো করেনি দল। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ফরম্যাটেই ধরাশায়ী হওয়ার পর তাই আর নীরব থাকার সুযোগ নেই বলে জানিয়েছেন বোর্ড প্রধান।

মঙ্গলবার বিসিবি প্রধান বেক্সিমকো অফিসে বৈঠক করেন দুই নির্বাচক, কোচিং স্টাফ আর সাকিব আল হাসানের সঙ্গে। বেরিয়ে এসে দলের এলোমেলো অবস্থার কথা অকপটেই জানিয়েছেন। বিদেশ সফর থেকে দ্বিতীয় টি-টোয়েন্টির আগেই ফেরার কথা ছিল তার। দলের বেহাল দশায় ফেরার তারিখও বদলে ফেলেন তিনি, ‘প্রথম টি-টোয়েন্টির আগের দিন আমি জিজ্ঞেস করেছি স্কোয়াড কি? তারা আমাকে বলতে পারেনি। খেলার দিন বিকাল ৫টায় খেলা, ৩টার সময় জিজ্ঞেস করেছি, তারা আমাকে নাম বলতে পারে না কে কে খেলবে। এরপর আর আমার কিছু বলার থাকে না। আমার তখন আসার কথা। আমি বাতিল করে দেই।’

দল পরিচালনায় পুরো ভার টিম ম্যানেজমেন্টের উপর দেওয়ার পরও ফল না পেয়ে এবার হস্তক্ষেপেরও ইঙ্গিত দিয়েছেন তিনি, ‘আমি যেহেতু ওদের কথা দিয়েছি যে ওদেরকে ওদের মতো খেলতে দেব। আমি আমার কথা রেখেছি। কিন্তু এখন তো আর চুপ করে বসে থাকা যাবে না।’

দক্ষিণ আফ্রিকা সফরের মাঝেই চন্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব ছাড়ার পর এখনো কোন কোচ পায়নি বাংলাদেশ। প্রধান কোচ ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে বেহাল দশার পর কোচের অভাব আরও বেশি করে টের পাচ্ছেন বিসিবি প্রধান, ‘ওরা ওদের মতো করেছে। কিন্তু ওদের উপরেও একজনকে দরকার। এটা যথেষ্ট না। যদি যথেষ্ট হতো। একটা টিম হঠাৎ করে বদলে যেতে পারে না। এটা বাংলাদেশ দল আমার কাছে মনেও হয়নি। ’

ছবি ও সূত্র: দ্য ডেইলি স্টার 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.