Sylhet Today 24 PRINT

রোনালদোকে ছাড়াই জিতল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক |  ১৭ জুন, ২০১৫

আরমেনিয়ার বিপক্ষে করেছিলেন অসাধারণ এক হ্যাটট্রিক। তার হ্যাটট্রিকেই জয় তুলে নিয়েছিল পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদো এরপরই ছুটির দরখাস্ত নিয়ে হাজির হন কোচ ফার্নান্দো সান্তোসের কাছে। কোচও ছুটি দিয়ে দেন। ফলে ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচে রোনালদোকে ছাড়াই দল সাজাতে হলো সান্তোসকে। রেনালদোহীন পর্তুগাল। তবুও ইতালির বিপক্ষে ১-০ গোলে জয় পেয়ে গেলো পর্তুগিজরা।

সুইজারল্যান্ডের মাটিতে পর্তুগাল ও ইতালির প্রথমার্ধের খেলা গোলশূন্য ভাবেই শেষ হয়৷ দ্বিতীয়ার্ধের সাত মিনিটে এডারের গোলে এগিয়ে যায় পর্তুগাল৷ এই গোলই ম্যাচের জয় লিখে দিল ফার্নান্দো স্যান্তোসের দলের হয়ে৷

ইউরো বাছাইয়ে ক্রোয়েশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করার পর এই হার আজ্জুরিদের শঙ্কায় ফেলে দিয়েছে। কারণ চলছে জমজমাট ইউরো বাছাই পর্ব। এখানে কোনভাবে পা হড়কালেই শেষ। সুতরাং, প্রীতি ম্যাচের ফলকেও ইতালিয়ানরা নিচ্ছে খুব গুরুত্বের সাথে।

২০১২-তে দেশের জার্সিতে অভিষেক করেন বছর সাতাশের ব্রাগা স্ট্রাইকার এডার৷ শেষ ১৭ ম্যাচে গোলের মুখ দেখেননি তিনি৷ কিন্তু এদিন তাঁর একমাত্র গোলই দলের জয় এনে দিল পর্তুগিজদের৷ কুয়ারেশমার নিখুঁত ক্রসে এডার বিপক্ষের জালে বল জড়িয়ে দিতে বিন্দুমাত্র ভুল করলেন না৷

অন্যদিকে,ইতালির কোচ হিসেবে অ্যান্তনিও কন্তের এটাই প্রথম হার৷গত শনিবার ইউরোর বাছাই পর্বের ম্যাচে রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকেই পর্তুগাল ৩-২ জয় ছিনিয়ে আনে আরমেনিয়ার বিরুদ্ধে৷ মঙ্গলবারের ম্যাচের পর শেষ সাত ম্যাচে ছ’টিতেই জয় পেল স্যান্তোসের ছেলেরা৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.