Sylhet Today 24 PRINT

আবাহনীর জয়রথ থামালো সাকিবের রূপগঞ্জ

একেক পর এক জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আবাহনী লিমিটেডকে শেষ পর্যন্ত মাটিতে নামিয়ে এনেছে লিজেন্ড অব রূপগঞ্জ ।

নিউজ ডেস্ক |  ২৭ ডিসেম্বর, ২০১৪

আর সেটা করতে মূল ভূমিকায় ছিলেন রূপগঞ্জের অধিনায়ক বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান । সেই সাথে বিতর্ক কাটিয়ে জ্বলে রুবেল হোসেনও জ্বলে উঠলে দেড়শো পেরোনোর আগেই গুটিয়ে যায় আকাশী হলুদরা ।

সুপার লিগের দ্বিতীয় রাউন্ডে আবাহনীকে ৭৬ রানে হারায় বর্তমান চ্যাম্পিয়নরা।

এই হারের পরও পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আবাহনী। তাদের পয়েন্ট ২০। সুপার লিগে প্রথম জয় পাওয়া রূপগঞ্জের পয়েন্ট ১৬।

শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে কুয়াশার কারণে ৪০ ওভারে নেমে আসা ম্যাচের দৈর্ঘ্য।

টস জিতে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে ২২১ রানে অলআউট হয়ে যায় রূপগঞ্জ।

সর্বোচ্চ ৯৩ রান করেন জহুরুল ইসলাম। ম্যাচ সেরা এই ব্যাটসম্যানের ১০৮ বলের ইনিংসটি গড়া ৩টি চার ও ৪টি ছক্কায়।

জহুরুলের সঙ্গে ৬৮ রানের জুটি গড়ার পথে ৪২ রানের কার্যকর ইনিংস খেলেন জুনায়েদ সিদ্দিক। আর কোনো ব্যাটসম্যান বিশের ঘরে যেতে না পারলেও জহুরুলের দৃঢ়তায় লড়াইয়ের পুঁজি পেতে কোনো সমস্যা হয়নি রূপগঞ্জের।

৪২ রানে ৪ উইকেট নিয়ে আবাহনীর সেরা বোলার শুভাশীষ রায়। মুস্তাফিজুর রহমান ৩ উইকেট নেন ৫১ রানে।

জবাবে ৩৪ ওভার ৪ বলে ১৪৫ রানে অলআউট হয়ে যায় আবাহনী।

সর্বোচ্চ ৪৫ রান করেন রকিবুল হাসান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান আসে জিয়াউর রহমানের ব্যাট থেকে।

তিনটি করে উইকেট নেন সাকিব ও রুবেল। ইনিংস উদ্বোধন করা সাকিব ২৫ রান দিয়ে বিদায় করেন ফরহাদ হোসেন, হ্যামিল্টন মাসাকাদজা ও জিয়াকে। আর রুবেল ২৯ রানে ফেরান রকিবুল, আল-আমিন জুনিয়র ও শুভশীষকে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.