Sylhet Today 24 PRINT

জিতলেই টাইগারদের ওডিআই র‌্যাংকিং ৭!

স্পোর্টস ডেস্ক |  ১৮ জুন, ২০১৫

টানটান উত্তেজনার মধ্য দিয়ে চলছে বাংলাদেশ-ভারতের মধ্যকার তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচ। এরই মধ্যে ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানদের একে একে সাজঘরে ফেরত পাঠিয়েছন তাসকিন-মুস্তাফিজরা।

জয়ের সম্ভাবনা যেমন হাতছানি দিচ্ছে, তেমনি আরো একটি অনন্য অর্জন মাশরাফি বাহিনীর জন্য অপেক্ষা করছে। একটি ম্যাচ জিততে পারলে অর্থাৎ এ ম্যাচে যদি ভারতকে হারানো যায় তাহলে টাইগারদের ওডিআই র‌্যাংকিং হবে সাত! 

এটাই হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের ওয়ানডে ইতিহাসের রেকর্ড। কারণ এর আগে এক দিনের আন্তর্জাতিক ম্যাচের আইসিসি র‌্যাংকিংয়ে সাত নম্বরে উঠে আসেনি বাংলাদেশ। 

আইসিসি ওডিআই র‌্যাংকিংয়ে অষ্টম অবস্থানে থাকা বাংলাদেশ সমান পয়েন্ট নিয়ে সাত নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজকে টপকে যাবে। 

চলতি বছরের এপ্রিলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ৩০ এপ্রিল প্রকাশিত রিলায়েন্স আইসিসি ওডিআই টিম র‌্যাংকিংয়ে পাকিস্তানকে টপকে আটে উঠে আসে টাইগাররা।

র‌্যাংকিংয়ের এই ধারাবাহিকতা ধরে রাখা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। কারণ ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে। স্বাগতিক ইংল্যান্ড ছাড়াও ওয়ানডে দলের র‌্যাংকিংয়ের শীর্ষ সাতটি দল ওই টুর্নামেন্টে অংশ নেবে। 

এ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শীর্ষ আটে থাকতে পারলে চ্যাম্পিয়নস ট্রফি সহ ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ।

বর্তমানে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দু’দলেরই রেটিং পয়েন্ট ৮৮। ৯২’র বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান এক পয়েন্ট কম নিয়ে নবম স্থানে অবস্থান করছে। বিশ্বকাপে বাজে পারফরম্যান্স করা ইংল্যান্ড ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে।

এর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে ও পরের বছর নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করায় আইসিসির ওডিআই র‌্যাংকিংয়ে ৮ম স্থানে উঠেছিল বাংলাদেশ। পরে অবনমন হলেও ২০১২ সালে হোম সিরিজে ওয়েস্ট ইন্ডিজে ৩-২ ব্যবধানে হারিয়ে আগের অবস্থান পুনরুদ্ধার করে সাকিব-তামিমরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.