Sylhet Today 24 PRINT

ইংলিশ লিগে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি

ক্রীড়া প্রতিবেদক |  ১৬ এপ্রিল, ২০১৮

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। শেষ পাঁচ ম্যাচের কোনো একটিতে জয় পেলেই শিরোপা ওঠে আসে পেপ গার্দিওলার হাতে। তবে এরআগেই আসল শিরোপা, এবং সেটা পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পরাজয়ে।

রোববার ওল্ড ট্র্যাফোর্ডে পয়েন্ট টেবিলের তলানির দল ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের কাছে ১-০ গোলে হেরেছে ইউনাইটেড। আর এতেই আগেভাগে শিরোপা জিতল ম্যানসিটি।

লিগে শীর্ষে থাকা সিটির পয়েন্ট ৩৩ ম্যাচে ৮৭। আর ৩২ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।

৩৪ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লিভারপুল। ৩৩ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে টটেনহ্যাম হটস্পার। পঞ্চম স্থানে থাকা চেলসির পয়েন্ট ৬০, আর ৫৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে আর্সেনাল।

এই নিয়ে গত সাত বছরে তৃতীয় এবং ইংলিশ ফুটবলে পঞ্চম লিগ শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি। ২০১৬ সালে দায়িত্ব নেওয়া পেপ গার্দিওলার অধীনে এটাই প্রথম শিরোপা।

বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক কোচ গার্দিওলার ক্যারিয়ারে এটা ২৪তম শিরোপা। বার্সেলোনার হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা স্প্যানিশ এই কোচ স্পেন ও জার্মানিতেও লিগ শিরোপা জিতেছেন।

২০০৮ সালে শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান ক্লাবটি কেনার পর এই নিয়ে সাতটি শিরোপা জিতল ম্যানসিটি।

তিনবার লিগ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি দুটি লিগ কাপ ও একটি করে এফএ কাপ ও এফএ কমিউনিটি শিল্ড জিতেছে সিটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.