Sylhet Today 24 PRINT

সের্জিনিয়ো বলছেন নেইমার বিশ্বকাপে সেরাদের একজন হবে

স্পোর্টস ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০১৮

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পাশাপাশি নেইমার বিশ্বের সেরাদের কাতারে আছে, এবং সে এবারের বিশ্বকাপে সেরাদের একজন হবে- এমনটাই মনে করছেন ব্রাজিলের সাবেক ডিফেন্ডার সের্জিনিয়ো।

১৯৯৯ সালে দেশটির হয়ে কোপা আমেরিকা জেতা সের্জিনিয়ো বলছেন, “আমি মনে করি, নেইমার পুরোপুরিভাবেই ফিরতে পারবে। খারাপ একটা চোট পেলেও সময়মতোই ফিরবে সে।”

পায়ের পাতায় অস্ত্রোপচারের পর এখন পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার নেইমার। ১৭ মে হতে পারে আক্রমণভাগের এই খেলোয়াড়ের চোটের অবস্থার চূড়ান্ত পরীক্ষা। আর পরের মাসের ১৭ তারিখ রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে তার দল।

বিশ্বকাপে এবার ব্রাজিল দলের মূল ভূমিকা নেইমার পালন করবে বলে প্রত্যাশা সের্জিনিয়োর।

এ ব্যাপারে এসি মিলানের হয়ে দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জেতা সের্জিনিয়ো বলেন, “আমি মনে করি ২০১৪ সালের বিশ্বকাপের পর ব্রাজিল তাদের মানসিকতা পুরোপুরি পরিবর্তন করেছে। এখন তারা আরও শক্তিশালী একটা দল।”

“তিতেকে ধন্যবাদ। তারা ফুটবল খেলায় আনন্দ ও সৃজনশীলতা ফিরিয়ে আনতে পেরেছে, যেটা ২০১৪ সালের বিশ্বকাপে তাদের খেলায় ছিল না।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.