Sylhet Today 24 PRINT

কোপা দেল রের চ্যাম্পিয়ন বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক |  ২২ এপ্রিল, ২০১৮

টানা চতুর্থবারের মতো কোপা দেল রে শিরোপা জিতেছে বার্সেলোনার।

শনিবার সেভিয়াকে ৫-০ গোলে হারায় কাতালান ক্লাবটি। বার্সার হয়ে সুয়ারেজ দুটি, মেসি-ইনিয়েস্তা-কুতিনহো একটি করে গোল করেন।

প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় বার্সেলোনা।

১৯৮০ সালের পর কোপা দেল রে ফাইনালে সবচেয়ে বড় ব্যবধানে জয় এটি। সেবার রিয়াল শিরোপা জিতেছিল ৬-১ গোলের ব্যবধানে।

প্রথমার্ধের ১৪তম মিনিটে লুইস সুয়ারেজের মাধ্যমে প্রথম গোল আসে। কুতিনহোর পাস থেকে সুয়ারেজের গোলে এগিয়ে যায় বার্সা।

৩১তম মিনিটে মেসি দ্বিতীয় গোল করে স্কোরলাইন ২-০–তে নিয়ে যান। আন্দ্রেস ইনিয়েস্তা-জোর্দি আলবার সমন্বিত আক্রমণে থেকে পাস পান আর্জেন্টাইন তারকা।

ম্যাচের ৪০তম মিনিটে দলকে ৩-০ গোলে এগিয়ে নেন সুয়ারেজ। ডি-বক্সে ঢোকার মুখে বল নিজের পায়েই ছিল। সুবিধাজনক জায়গায় মেসিকে পেয়ে তাকে পাস দেন সুয়ারেজ। এরপর ডি-বক্সের ভেতরে সুয়ারেজকে ফিরতি পাস দেন মেসি। সেখান থেকে গোল করেন সুয়ারেজ।

ইনিয়েস্তা গোল উৎসবে মাতেন ম্যাচের৫২তম মিনিটে।

ম্যাচের ৬৯তম মিনিটে সেভিয়ার কফিনে শেষ পেরেকটি ঠোকেন কুতিনহো। পেনাল্টি থেকে গোল করে দলের ব্যবধান ৫-০–তে নিয়ে যান কুতিনহো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.