Sylhet Today 24 PRINT

জ্যামাইকার বিপক্ষে মাঠে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক |  ২১ জুন, ২০১৫

কোপা আমেরিকার অতিথি দল জ্যামাইকার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে মাঠে নেমেছে তারকাখচিত আর্জেন্টিনা। টুর্নাটমেন্টের অন্যতম টপ ফেভারিট হলেও এখন পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি লিওনেল মেসির দল।

প্রথম দুই ম্যাচের একটিতে ড্র করে ও একটিতে জিতে কোয়ার্টার-ফাইনালে ওঠার দ্বারপ্রান্তে থাকলেও তাদের পারফরম্যান্সে প্রত্যাশা পূরণ হয়নি সমর্থকদের। তাই জ্যামাইকার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে জয়ের পাশাপাশি সবার একসঙ্গে জ্বলে ওঠাটাও মেসি-আগুয়েরো-দি মারিয়াদের প্রধান লক্ষ্য।

রোববার (২১ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৩টায়  ‘বি’ গ্রুপের শেষ রাউন্ডে জ্যামাইকার বিপক্ষে মাঠে নামে জেরার্দো মার্তিনোর শিষ্যরা। 

এ ম্যাচে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার সুযোগ পাবে টুর্নামেন্টের বিশ্বকাপের রানার্সআপ দলটি।

এ ম্যাচে ড্র করলেও গ্রুপের সেরা দুই দলের মধ্যে থেকে শেষ আটে উঠবে আর্জেন্টিনা। এমনকি হেরে গেলেও সে সুযোগ থাকবে দলটির। তবে সেক্ষেত্রে নির্ভর করতে হবে তৃতীয় রাউন্ডে প্যারাগুয়ে ও উরুগুয়ের মধ্যে অন্য ম্যাচের ওপর।

প্রথম দুই রাউন্ড শেষে আর্জেন্টিনা ও প্যারাগুয়ের পয়েন্ট সমান ৪। তৃতীয় স্থানে থাকা উরুগুয়ের পয়েন্ট ৩। জ্যামাইকার পয়েন্ট শূন্য।

আর্জেন্টিনা একাদশ: 
রোমেরো, জাবালেতা, দেমিচেলিস, গ্যারে, রোহো, মাশ্চেরানো, পাস্তোরে, বিগলিয়া, দি মারিয়া, হিগুয়েন ও মেসি। 

জ্যামাইকা একাদশ: 
মিলার, মরগান, হেক্টর, মারিয়াপ্পা, লরেন্স, ম্যাকলিয়ারি, ওয়াটসন, অস্টিন, লেইন, ম্যাকনাফ ও ব্রাউন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.