Sylhet Today 24 PRINT

আজ কোলকাতার মুখোমুখি মুম্বাই, সুযোগ পেতে পারেন মোস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক |  ০৯ মে, ২০১৮

চলতি মৌসুমের শুরুটা ভালো হয়নি মুম্বাইয়ের। টানা হারে এক সময় মনে হচ্ছিল হয়তো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে রোহিত শর্মার দলকে। তবে শেষ সময়ে ঘুরে দাঁড়িয়েছে দলটি। টানা দুই ম্যাচ জিতে এখনো শেষ চারের স্বপ্ন ধরে রেখেছে দলটি।

এদিকে একই অবস্থা কলকাতার। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করলেও ৮ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে মুম্বাই। জয়ের ধারায় ফেরা মুম্বাইয়ের জন্য আজকের ম্যাচ চারে উঠার হাতছানি। হাইভোল্টেজ ম্যাচে আজ (বুধবার) রাতে মাঠে নামবে দুই দল। এবার মুম্বাইকে আতিথ্য দিবে কলকাতা। কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

এদিকে আজকের ম্যাচে দুই দলের একাদশেই পরিবর্তন আসতে পারে। মুম্বাই একাদশে সুযোগ মিলতে পারে উপেক্ষিত মোস্তাফিজুর রহমানের। কারণ কলকাতার মাঠের কথা বিবেচনায় এনে একাদশ পরিবর্তন করতে চাইবে মুম্বাই। সে ক্ষেত্রে চার ম্যাচে ব্যাট হাতে মাত্র ৩৬ রান ও কোন উইকেটের দেখা না পাওয়া ডুমিনি ছিটকে যেতে পারেন। এদিকে বাজে বোলিংয়ের সুবাদে ছিটকে যেতে পারেন বেন কাটিং। হয়তো এ দুজনেরই জায়গায় দলের একাদশে ফিরে আসতে পারেন মুস্তাফিজ। তবে উইনিং কম্বিনেশন ধরে রাখলে আজও খেলা হবে না মোস্তাফিজের।

চলতি আইপিএলের প্রথমার্ধের অধিকাংশ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে ঠায় হয়েছিলো মুম্বাই ইন্ডিয়ান্সের। তবে অর্ধেক পথ পেড়িয়ে যেনো নতুন এক মুম্বাইয়ের দেখা পাওয়া যাচ্ছে। গত চার ম্যাচের তিন ম্যাচ জিতে এরই মধ্যে পয়েন্ট টেবিলের পাঁচে উঠেছে রোহিত শর্মার দল। তবে পথ এখনও বাকি। একটি ম্যাচ হারলেই প্লে অফের স্বপ্ন অপূর্ণ থেকে যাওয়ার সম্ভাবনা। আর জিতলেই পৌঁছে যাবে শীর্ষ চারে।

অন্যদিকে নতুন অধিনায়ক দীনেশ কার্তিকের অধীনে কলকাতার শুরুটাও হয়েছিলো বাজে। তবে মাঝামাঝি সময়ে জয়ের ধারায় ফিরে পয়েন্ট টেবিলের শীর্ষ তিনে স্থান করে নেয়। কিন্তু তাদের সেখান থেকে হটিয়ে দিয়েছে মুম্বাই। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স।  সমান ম্যাচে ৮ পয়েন্ট মুম্বাইয়ের।

তবে মুম্বাইয়ের জন্য স্বস্তির বিষয় হচ্ছে, তিন আসর মিলিয়ে গত ৭ ম্যাচে মুম্বাইকে হারাতে পারেনি কলকাতা।

ডেথ ওভারে গিয়ে ম্যাচ হারার সমস্যা কাটিয়ে উঠেছেন মোস্তাফিজরা। যদিও মুম্বাইয়ের সফলযাত্রায় একাদশে স্থান হচ্ছে না কাটার মাস্টারের। প্রথম ছয় ম্যাচেই একাদশে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে ডেথ ওভারে অসফলতার ফলশ্রুতিতে জায়গা হারান মোস্তাফিজ।

তবে বুধবারের ম্যাচে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। কারণ, আগের ম্যাচে তার বদলে একাদশে সুযোগ পাওয়া বেন কাটিং বল হাতে বেশ খরুচে সাব্যস্ত হয়েছেন। আগের ম্যাচেই তাকে টানা চার বাউন্ডারি মেরে খেলার মোড় প্রায় ঘুরিয়ে দিয়েছিলেন কলকাতার রবিন উত্থাপ্পা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.