Sylhet Today 24 PRINT

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক |  ০৯ মে, ২০১৮

আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এমন তথ্য জানা গিয়েছিল আগেই। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। বুধবার (৯ মে) আফগানিস্তান ক্রিকেট বোর্ড সূচি নির্ধারণ করে পাঠিয়েছে বিসিবিকে। সিরিজের তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৩, ৫ ও ৭ জুন। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে দেরাদুনের রাজীব গান্ধী স্টেডিয়ামে। সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

এর আগে টি-টুয়েন্টিতে একবারই আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ২০১৪ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচটি জিতেছিল লাল সবুজের দল। তবে বর্তমানে সংক্ষিপ্ততম এই ফরম্যাটের র‍্যাঙ্কিংয়ে আফগানরা এগিয়ে আছে টাইগারদের চেয়ে। তাদের অবস্থান ৮ম, বাংলাদেশ আছে ১০ম স্থানে।

বিসিবি'র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ আশা করছেন, 'এটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। এই ফরমক্সাটের জন্য আফগানিস্তানের কিছু ভালো খেলোয়াড় আছে। দেরাদুনের কন্ডিশন সম্পর্কে ধারণা তাদের এগিয়ে রাখবে। তবে, বাংলাদেশ দলও আত্মবিশ্বাসী এবং অভিজ্ঞ। আমরা ম্যাচ খেলার জন্য অধীর হয়ে আছি।'

এসিবি'র প্রধান নির্বাহী শফিক স্টানিকজাইয়ের মতে এই সিরিজ ২০২০ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের পথে র‍্যাঙ্কিংয়ে ভূমিকা রাখবে, 'এই ম্যাচগুলো দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। আইসিসি র‍্যাঙ্কিংয়ে মূল্যবান কিছু পয়েন্ট যোগ করা এবং ২০২০ সালের আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে যা ভূমিকা রাখবে।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.