Sylhet Today 24 PRINT

বড় জয়ে রেকর্ডের পথে বার্সেলোনা

ক্রীড়া প্রতিবেদক |  ১০ মে, ২০১৮

লা লিগার অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে কীর্তি গড়ার পথে আরও একধাপ এগিয়ে গেল বার্সেলোনা। বাকি দুই ম্যাচে লেভান্তে ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হার এড়াতে পারলেই ৩৮ ম্যাচের লা লিগায় প্রথম দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হবে বার্সেলোনা।

বুধবার রাতে কাম্প নউয়ে ভিয়ারিয়ালকে ৫-১ গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি।

বার্সেলোনার হয়ে গোল উৎসবের শুরুটা করেন দুই ব্রাজিলিয়ান ফিলিপে কৌতিনিয়ো ও পাওলিনিয়ো; আর পূর্ণতা পায় উসমান দেম্বেলের জোড়া গোল আর লিওনেল মেসির গোলে।

একাদশ মিনিটে প্রথম গোল পায় বার্সেলোনা। ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে দুজনকে কাটিয়ে জোরালো শট নিলে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক; কিন্তু বিপদমুক্ত করতে পারেননি। আলগা বল ফাঁকায় পেয়ে জালে পাঠান ফিলিপে কৌতিনিয়ো।

ষষ্ঠদশ মিনিটে লুকাস দিনিয়ের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন পাওলিনিয়ো।

৪৫তম মিনিটে ইনিয়েস্তার পাস থেকে নীচু শটে গোল করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। চলতি মৌসুমে লিগে এটি মেসির ৩৪তম গোল।

৫৪তম মিনিটে গোল পায় ভিয়ারিয়াল। পাবলো ফোরনালসের ক্রস নিকোলা সানসোনের গায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।

৮৭তম মিনিটে গোল করেন দেম্বেলে। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে এক জনকে কাটিয়ে দূরের পোস্টে বল বাড়ান ইভান রাকিতিচ। বিনা বাধায় গোলটি করেন ফরাসি এ ফরোযার্ড।

যোগ করা সময়ের শেষ মুহূর্তে একক নৈপুণ্যে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন দেম্বেলে। ডি-বক্সের মুখ থেকে চিপ শটে গোলরক্ষকের উপর দিয়ে বল জালে পাঠিয়ে বার্সেলোনাকে বড় জত এনে দেন দেম্বেলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.